ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নানা রকম সেলফি

প্রকাশিত: ০৬:০০, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

নানা রকম সেলফি

চারদিকে শুধু সেলফির ছড়াছড়ি। কিন্তু বন্ধুরা, সেলফি কি তা কি আমরা জানি? কোন ডিজিটাল ক্যামেরা বা স্মার্টফোন নিজেই নিজের ছবি তোলাকে সেলফি বলে। শব্দটা ইংরেজি ‘সেলফ’, অর্থ ‘নিজ’ থেকে এসেছে। সেলফি শুরু হয় দুই হাজার সালের দিকে। ২০০২ সালে এর বিস্তৃতি ঘটে। অবশ্য এর আগেও সাধারণ ক্যামেরায় নিজের ছবি ধারণ করার প্রচলন ছিল। অনেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই ক্যামেরার সাহায্যে ছবি তুলে রাখত। সেটাও এক ধরনের সেলফি। রবার্ট করনেলিয়াস নামের একজন আমেরিকান ১৮৩৯ সালে এভাবে নিজের ছবি ধারণ করেছিলেন। তবে সেলফি বলতে যা বোঝায় তার প্রচলন এই শতাব্দীর শুরুতে। সাড়াজাগানো প্রযুক্তির অনবদ্য সৃষ্টি হিসেবে এটা স্বীকৃতি পেয়েছে। নিজের বা বন্ধুদের ছবি তোলার জন্য নিজেদের যে কেউ হাত বাড়িয়ে বা একটি বিশেষ দ-ের (সেলফি স্টিক) সাহায্যে ক্যামেরা ধরে এ রকম ছবি তোলা হয়। স্মার্টফোনে ছবি তোলার দুটি অপশন থাকে। একটিতে সামনের দিকের ও অপরটিতে নিজের দিকের ছবি তোলা যায়।সেলফির ছবি ফেসবুক, ইনস্টগ্রাম, টুইটার প্রভৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে সবার মধ্যে নিয়ে যাওয়া যায়। এভাবে এর জনপ্রিয়তা বাড়ছে। ২০১৩ সালের নবেম্বরে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি সেলফি শব্দটিকে ‘ওয়ার্ড অব দি ইয়ার’ হিসেবে ঘোষণা করে এবং শব্দটির উৎস অস্ট্রেলিয়া বলে উল্লেখ করে। ঝিলিমিলি ডেস্ক
×