ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্শাল-জাকিরের সেঞ্চুরি, রাজ্জাক-ফরহাদের ৫ উইকেট

প্রকাশিত: ০৫:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

মার্শাল-জাকিরের সেঞ্চুরি, রাজ্জাক-ফরহাদের ৫  উইকেট

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম শ্রেণীর ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনে শক্ত অবস্থানে চলে গেছে ওয়ালটন মধ্যাঞ্চল। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একাডেমি মাঠে মার্শাল আইয়ুবের ১৪১ রানের দারুণ ইনিংসে ভর দিয়ে তারা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৩২৯ রান তুলে। এছাড়া জাবিদ হোসেন ৯১ রান করে আউট হলে সেঞ্চুরি বঞ্চিত হন। ফরহাদ হোসেন ৪৯ রানে ৫ উইকেট নেন। ৪২২ রানের জয়ের লক্ষে নেমে দিনশেষে বিসিবি উত্তরাঞ্চল ২ উইকেটে ২২ রান তুলেছে দ্বিতীয় ইনিংসে। আজ শেষদিনে বাকি ৮ উইকেট নিয়ে জেতার জন্য আরও ৪০০ রান তুলতে হবে উত্তরাঞ্চলকে। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল প্রথম ইনিংস শেষ করেছে ৪০৭ রানে। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন জাকির হাসান। আগের দিন ৯২ রান নিয়ে অপরাজিত থাকা জাকির ১৮৮ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১২৮ রান করে অপরাজিতই থাকেন। ১৪৫ রানে এগিয়ে থাকে তারা। বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ১৬১ রানে ৫ এবং সোহাগ গাজী ১০৯ রানে ৩ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য দারুণ ব্যাট করছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। দিনশেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২০৪ রান তুলে ৫৯ রানের লিড নিয়েছে তারা। এনামুল হক বিজয় ১৮৪ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৮৪ রান করে এখনও ব্যাট করছেন। তার সঙ্গে ক্রিজে আছেন ৫২ রান করা তৈয়বুর রহমান। ইফতিখার সাজ্জাদ দুটি উইকেট নিয়েছেন।
×