ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অতীত ভুলের পুনরাবৃত্তি চান না আফ্রিদি

প্রকাশিত: ০৫:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

অতীত ভুলের পুনরাবৃত্তি চান  না আফ্রিদি

স্পোর্টস রিপোর্টার ॥ গত এশিয়া কাপ ছিল ওয়ানডে ফরমেটে। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ভারতকে ১ উইকেট হারিয়েছিল পাকিস্তান। তবে টি২০ ক্রিকেটে ভারতের বিপক্ষে তেমন ভাল ফলাফল নেই। কিন্তু সেসব আঁকড়ে থাকতে চান না পাক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি মনে করেন ভারতের যেমন শক্ত ব্যাটিং লাইনআপ আছে, সেটাকে ঠেকানোর জন্য ভাল বোলিং শক্তি আছে তার দলের। আফ্রিদি প্রত্যাশা ব্যক্ত করেছেন অতীত ভুলের পুনরাবৃত্তি না করলে এবার ফলাফলটা নিজেদের জন্যই ভাল হবে। শুক্রবার বিকেলে ফতুল্লায় অনুশীলনে নামার আগে এসব কথা বলেন পাক অধিনায়ক সংবাদ সম্মেলনে। আজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নামার আগে মাত্র একদিনই অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। সবার পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছে তারা। দলের প্রস্তুতি নিয়ে আফ্রিদি বলেন, ‘আমি মনে করি আমরা সবাই পেশাদার ক্রিকেটার। আমার মনে হয় না পিএসএলে তারা ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছে সেটা বড় কোন সমস্যা হবে। কারণ সবাই একসঙ্গেই ছিল এবং সবসময় সবার সঙ্গেই থাকে। আমরা আজকের (গতকাল) দিনটির সদ্ব্যবহার করতে চাই, কারণ আগামীকাল (আজ) অনেক বড় ম্যাচ আছে।’ টি২০ ক্রিকেটে এর আগে মাত্র এক ম্যাচ জেতার বিপরীতে ভারতের কাছে চারটিতেই হেরেছে পাকিস্তান। এ বিষয়ে তিনি বলেন, ‘অতীতে ভারতের বিপক্ষে কি করেছি সেটা নিয়ে আমি চিন্তা করছি না। কারণ আমি অতীত আঁকড়ে থাকি না। দলের পরিকল্পনা অনুসারেই আমরা খেলতে চাই।’ ভারতের ব্যাটিং শক্তিতে অন্য যে কোন দলের চেয়ে এগিয়ে। আর সেটা যুগ যুগ ধরেই প্রমাণিত। এ বিষয়ে আফ্রিদি বলেন, ‘ভারতীয় ব্যাটসম্যানরা সাধারণত স্পিনারদের ভাল খেলে এবং তাদের বেশ কিছু খেলোয়াড় ফর্মে আছে। ভাল ক্রিকেট খেলেই তারা এখানে এসেছে। আমাদের পেসাররা বেশ ভাল অবস্থায় আছে সেটা আমির, ইরফান বা ওয়াহাব যে কেউ হতে পারে। আমি জানি তাদের ব্যাটিং শক্তিশালী কিন্তু আমাদেরও দুর্দান্ত বোলিং আক্রমণ আছে। আমি আশা করছি ফলাফল আমাদের জন্য বেশ ভালই হবে। তারা খুব ভাল স্কোর করতে চাইবে এবং আমাদেরও ব্যাটিংয়ে শক্ত দিক আছে। আমি শুধু আশা করব যেন ভুলগুলোর পুনরাবৃত্তি না করি এবং নিজেদের মৌলিক বিষয়গুলো ধরে রাখতে পারি।’ সম্প্রতি আফ্রিদির অবসর নিয়ে প্রায়ই আলোচনা চলছে। ইতোমধ্যেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো আফ্রিদি টি২০ বিশ্বকাপ খেলেই অবসর নিতে পারেন এমন গুঞ্জনও আছে। এ বিষয়ে আফ্রিদি বলেন, ‘অবসরের বিষয়টির চেয়ে আমার জন্য এই এশিয়া কাপ ও বিশ্বকাপটা অনেক জরুরী বলে মনে হয়। এখন আমি এ দুটির দিকেই বেশি মনোযোগী।’ ব্যাট হাতে ঝড় তোলার স্বাভাবিক প্রবৃত্তির জন্য তার নাম হয়েছে ‘বুম বুম’ আফ্রিদি। সব সময় একই মেজাজেই ব্যাট করে থাকেন তিনি। এবারও এশিয়া কাপে তেমনটাই দেখার জন্য মুখিয়ে থাকবে সবাই। এ বিষয়ে আফ্রিদি বলেন, ‘আমি সবসময়ই চেষ্টা করি সেটা করার এবং নিজের পারফর্মেন্সের দিকে মনোযাগী থাকি। আমার মূল শক্তি বোলিং। কিন্তু আমি জানি যেখানে আমি ব্যাট করি সেখান থেকেও দলের জন্য কিছু অবদান রাখতে পারি। এটাই গুরুত্বপূর্ণ। এটা ২০/৩০ রানই হোক না, সেটা জরুরী।’ দলের পেসারদের ওপর অনেক নির্ভরতা আফ্রিদির। তিনি মনে করেন এ ধরনের কন্ডিশনে তার দলের পেসাররা প্রথম ৬ ওভারেই পরিবেশের সদ্ব্যবহার করে দ্রুত উইকেট তুলে নেবে। আর ভারতের বিপক্ষে বর্তমানে দ্বিপক্ষীয় ক্রিকেট বন্ধ থাকলেও এ বিষয়ে আফ্রিদি বলেন, ‘ক্রীড়া সবসময়ই দেশসমূহের মধ্যে ভাল সম্পর্ক গড়ে তোলে। আমার মনে হয় পাকিস্তানী মানুষ ভারতীয়দের পাকিস্তানে দেখতে চায় এবং একইভাবে ভারতীয়রাও পাকিস্তানকে তাদের ওখানে খেলতে দেখতে চায়। আমাদের অবশ্যই উচিত নয় খেলাতে রাজনৈতিক রং চড়ানো।
×