ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না রোহিত

প্রকাশিত: ০৫:৩৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

জয় ছাড়া অন্য কিছু ভাবছেন  না রোহিত

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের শুরুটা এবার এশিয়া কাপে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ৪৫ রানের বড় জয় দিয়েই শুরু হয়েছে। তবে এবার অগ্নিপরীক্ষা তাদের জন্য। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে আজ লড়াই। তবে এ চ্যালেঞ্জের জন্য দল প্রস্তুত বলেই দাবি করেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। নিজেদের ব্যাটিং শক্তিকে এগিয়ে রেখেছেন তিনি প্রতিপক্ষের তুলনায়। তবে পাক বোলিং লাইনকে বেশ শক্তিশালী বলে মনে করেন তিনি। তবে নির্দিষ্ট কোন খেলোয়াড়কে নিয়ে চিন্তা না করে ম্যাচ জেতার জন্য যা করণীয় সেটাই করবে ভারত এমন প্রত্যয়ই ব্যক্ত করলেন রোহিত। শুক্রবার বিকেলে ফতুল্লায় অনুশীলনে নামার আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে লড়াই সবসময়ই উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাময় হয়ে থাকে। গত এশিয়া কাপেও দু’দলের লড়াইটা ছিল টানটান স্নায়ুচাপের। সেই ম্যাচে জিতে গিয়েছিল পাকরা ১ উইকেটে। এবারও পাক চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ভারত। এ বিষয়ে রোহিত বলেন, ‘আমরা দল হিসেবে একসঙ্গে খেলছি অনেক দিন ধরে। আমরা যে কোন ধরনের চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত। বিশ্বকাপের আগে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা খুশি।’ পাকিস্তানের বোলিং লাইনআপকে এগিয়ে রাখছেন তিনি। মোহাম্মদ ইরফান, মোহাম্মদ আমির, মোহাম্মদ সামি ও ওয়াহাব রিয়াজকে নিয়ে দারুণ শক্ত বোলিং আক্রমণ পাকিস্তানের। এ বিষয়ে রোহিত বলেন, ‘পাকিস্তানের পুরো বোলিং ইউনিট নিয়েই আমরা চিন্তা করছি। আলাদা কাউকে নিয়ে নয়। কোন সন্দেহ নেই, পাকিস্তানের বোলিং লাইন খুব শক্তিশালী। তবে আমাদের চিন্তায় কেবল নিজেদের শক্তি ও পরিকল্পনা।’ সবসময়ই ভারতের ব্যাটিং মূল শক্তি হিসেবে দেখা গেছে। এখনও সেটার ব্যতিক্রম নেই। তবে নিজেদের বর্তমান বোলিং বিভাগ নিয়ে সন্তোষ প্রকাশ করলেন রোহিত। তিনি বলেন, ‘আমাদের শক্তির দিক হলো ব্যাটিং এবং আমরা উইকেটের উপরও নির্ভর করব। প্রতি দলেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। পাকিস্তান দলে বাঁহাতি পেসার আছে। আমাদের বোলিংও শক্তিশালী এবং বেশ বৈচিত্র্যপূর্ণ।’ ইতোমধ্যেই পাকিস্তান দলে ফিরেছেন পেসার আমিরও। ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ইতোমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজও খেলেছেন। গত বছর শেষদিকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরেও দারুণ বোলিং করেছেন। তাকে মোকাবেলার বিষয়ে রোহিত বলেন, ‘আমি আমিরকে আগেও খেলেছি এবং অন্যদেরও খেলেছি। আমরা শুধু একজনকে নিয়ে চিন্তা করছি না। প্রত্যেককে মাথায় রেখেই প্রস্তুতি নেয়া হচ্ছে। পাকিস্তানের সঙ্গে খেলার চ্যালেঞ্জের জন্য আমরা অপেক্ষা করছি। আমরা খুব দূরে তাকাচ্ছি না। কাল ম্যাচ জেতার জন্য যা করণীয় সবই আমরা করব। শুধু একজন ব্যাটসম্যান হিসেবে আপনাকে মৌলিক বিষয়গুলো ঠিক রাখতে হবে।’ এবার উইকেট কিছুটা বিস্ময়কর। উপমহাদেশে সাধারণত স্পিন নির্ভর এবং খটখটে শুকনো কিংবা ফ্ল্যাট উইকেট দেখা যায়। কিন্তু এবারই প্রথম এশিয়া কাপ টি২০ আসরে দেখা যাচ্ছে ঘাসে পূর্ণ উইকেট। রোহিতেরও তাই বিস্ময়, ‘উইকেট কঠিন হলেও আমরা বড় স্কোর করেছি। বিশ্বের এই অঞ্চলে এ রকম (সবুজ) উইকেট দেখা সত্যিই বিস্ময়কর। তবে আমরা যে কোন উইকেটে খেলার জন্যই প্রস্তুত। আমাদের টিম মিটিংয়েও এমন কথা হয়েছে যে, টপঅর্ডারের কোন একজন ব্যাটসম্যান যতটা সম্ভব লম্বা সময় ধরে ব্যাটিং করবে।’
×