ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দিবাবার নতুন রেকর্ড

প্রকাশিত: ০৫:৩৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

দিবাবার নতুন রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ইন্ডোর ট্যুর ইভেন্টে নতুন রেকর্ড গড়লেন গেনজবে দিবাবা। সুইডেনের স্টকহোমে আইএএএফ মিটিংয়ে ৪ মিনিট ১৩.৩১ সেকেন্ডে এক মাইলের ফিনিশিং লাইন স্পর্শ করেন তিনি। সেইসঙ্গে দীর্ঘ ২৬ বছরের রেকর্ডকে ভেঙ্গে নতুন রেকর্ড গড়েন ইথিওপিয়ার গেনজেবে দিবাবা। অসামাণ্য এই কীর্তি গড়ে দারুণ রোমাঞ্চিত ২৫ বছর বয়সী এই আফ্রিকান এ্যাথলেট। সেই সঙ্গে পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখারও প্রত্যয় ব্যক্ত করেছেন দূরপাল্লার এই তারকা দৌড়বিদ। তরুণ বয়স থেকেই নিজেকে মেলে ধরেছেন গেনজেবে দিবাবা। পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার এই স্প্রিন্টার ২০১২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটারে শিরোপা জিতেন তিনি। ইন্ডোরে ৩০০০ মিটারেও রেকর্ডধারী এই এ্যাথলেট। ২০১২ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকেও ইথিওপিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। এবার সুইডেনে চলমান আইএএএফ ইন্ডোর ট্যুর শুরু হওয়ার আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দিবাবা। পারফর্মেন্সের ধারাবাহিকতা ঠিকই ধরে রেখেছেন তিনি। বুধবার মাত্র ৪ মিনিট ১৩.৩১ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে এক মাইলের ইভেন্টে নিজেকে মেলে ধরলেন ইথিওপিয়ার এ্যাথলেট। ছাড়িয়ে গেলেন রোমানিয়ার সাবেক তারকা স্প্রিন্টার দোইনা মেলিন্টের রেকর্ডকে। ১৯৯০ সালে রোমানিয়ার দোইনা মেলিন্টে ৪ মিনিট ১৭.১৪ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে নতুন রেকর্ড গড়েছিলেন। এবার সেই রেকর্ডকেই ছাড়িয়ে গেলেন দিবাবা। সুইডেনের স্টকহোমে চলমান এই ইভেন্টে নজর কেড়েছে তার অনুশীলন সতীর্থ জিবৌতি সৌলিমেন এবং আবদেলেলাহ হারুণ। ২৩ বছর বয়সী সৌলিমেন ১০০০ মিটার স্পর্শ করতে সময় নেন মাত্র ২ মিনিট ১৪.২০ সেকেন্ড। সেই সঙ্গে ছাড়িয়ে যান ডেনমার্কের উলসন কিপকেটারের রেকর্ডকে। যা তিনি ২০০০ সালে গড়েছিলেন। আর কাতারের হারুন ৫৯. ৮৩ সেকেন্ডে ৫০০ মিটারের ফিনিশিং লাইন স্পর্শ করেন।
×