ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি রিয়াল-এ্যাটলেটিকো

প্রকাশিত: ০৫:৩৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি রিয়াল-এ্যাটলেটিকো

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা লড়াইয়ে টিকে থাকার মিশনে আজ রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও এ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়ালের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে এই মর্যাদার মাদ্রিদ ডার্বি। দুটি দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা হারবে তারাই শিরোপা রেস থেকে একপ্রকার ছিটকে পড়বে। আর ড্র হলে বেশি লাভবান হবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। এমন অবস্থায় দু’দলই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে। রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তো জানিয়ে দিয়েছেন, যে কোন মূল্যে ম্যাচটি জিততে চান তারা। দু’দলের প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। আজকের অন্য ম্যাচে মুখোমুখি হচ্ছে গেটাফে-সেল্টা ডি ভিগো, স্পোর্টিং ডি গিজন-এস্পানিওল, রিয়াল বেটিস-রায়ো ভায়োকানো ও রিয়াল সোসিয়েদাদ-মালাগা। বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা মাঠে নামবে রবিবার। নিজেদের মাঠ ন্যুক্যাম্পে কাতালানদের প্রতিপক্ষ সেভিয়া। বর্তমানে ২৫ ম্যাচ শেষে ৬৩ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে বার্সিলোনা। ৫৫ ও ৫৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে এ্যাটলেটিকো ও রিয়াল। আচমকা ছন্দপতন, খেলোয়াড়দের চোট সমস্যা, এসব নিয়ে অনেক দিন ধরেই ভুগছে রিয়াল মাদ্রিদ। কঠিন এ সময়ে সামনে শক্তিশালী এ্যাটলেটিকো মাদ্রিদ। ক্ষীণ হয়ে যাওয়া লীগ জয়ের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জিততে সাবেক ফিফা সেরা তারকা রোনাল্ডো। গত রবিবার লীগে এ বছরে তৃতীয়বারের মতো ড্র’র হতাশায় ডোবে রিয়াল। মালাগার মাঠে ১-১ গোলের ওই সমতায় শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে পড়েছে জিনেদিন জিদানের দল। নিজেদের শেষ ম্যাচে হতাশার ড্র করে এ্যাটলেটিকোও। দুই দলেরই তাই জয়ে ফেরার লক্ষ্য। মালাগার মাঠে ম্যাচের পরই ডিফেন্ডার মার্সেলো জানিয়েছিলেন, আর একবার হোঁচট খেলেই শিরোপা স্বপ্ন শেষ হয়ে যাবে তাদের। কঠিন এ পথচলায় প্রতিপক্ষের শক্তি বা নিজেদের সমস্যা নিয়ে অবশ্য ভাবছেন না সি আর সেভেন। তিনবারের বর্ষসেরা তারকার লক্ষ্য একটাই জয়। সাক্ষাতকারে রোনাল্ডো বলেন, ঘরের মাঠে সমর্থকদের সামনে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। দলটি রক্ষণ ভাল। তবে এই ম্যাচ আমাদের জিততেই হবে। শিরোপা জয়ের লক্ষ্য কঠিন হলেও আশা ছাড়তে রাজি নন পর্তুগীজ ফরোয়ার্ড। আমরা জানি, লা লিগা কঠিন। কিন্তু আমাদের শেষ পর্যন্ত লড়াই করতে হবে। ফুটবল বিস্ময়ে ভরা এবং যে কোন কিছুই হতে পারে। শেষ পর্যন্ত আপনাকে লড়াই চালিয়ে যেতে হবে। দুই মাদ্রিদের ব্যর্থতার কারণে বার্সিলোনার যেন কিছুই করতে হচ্ছে না! রিয়াল মাদ্রিদ ও এ্যাটলেটিকো মাদ্রিদ ধারাবাহিকভাবে ব্যর্থতার স্বাক্ষর রাখছে। যে কারণে স্প্যানিশ লা লিগায় শিরোপা লড়াইও ক্রমশ এককেন্দ্রিক হয়ে পড়ছে। নিজেদের সবশেষ ম্যাচেও ব্যর্থতার স্বাক্ষর রেখেছে দুই মাদ্রিদ। নিজ নিজ ম্যাচ ড্র করে দল দুটি। সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পেনাল্টি মিসের খেসারত দিয়ে এ্যাওয়ে ম্যাচে রিয়াল ১-১ গোলে ড্র করে মালাগার সঙ্গে। নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে এ্যাটলেটিকো গোলশূন্য ড্র করেছে ভিয়ারিয়ালের সঙ্গে। দুই নগর প্রতিদ্বন্দ্বী হোঁচট খাওয়ায় সুবিধা হয়েছে বার্সিলোনার। শিরোপা জয়ের দৌড়ে অনেকখানি এগিয়ে গেছে কাতালানরা। নিজেদের মধ্যে ভাল বন্ধুত্বের কারণেই দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলতে পারছেন বলে মনে করেন বার্সিলোনার আক্রমণত্রয়ীর সেরা তারকা লিওনেল মেসি। এ প্রসঙ্গে বার্সিলোনার আর্জেন্টাইন তারকা বলেন, তাদের (সুয়ারেজ ও নেইমার) সঙ্গে খেলাটা দারুণ। মাঠে ও মাঠের বাইরে আমাদের সম্পর্ক সত্যিই খুব ভাল। সত্যিই আমরা বন্ধু। আর আমাদের এই ধরনের খেলতে পারার জন্য এটা সত্যিই গুরুত্বপূর্ণ।
×