ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছিটকে গেলেন জোকোভিচ

প্রকাশিত: ০৫:৩৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

ছিটকে গেলেন  জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ গত দুটি মৌসুম দারুণ কেটেছে নোভাক জোকোভিচের। চলতি মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন জিতে পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখার ইঙ্গিত দেন তিনি। কিন্তু দুবাইয়ে যখন পা রাখেন তখন থেকেই চোখের সমস্যায় ভুগছেন সার্বিয়ার এই টেনিস তারকা। শেষপর্যন্ত দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের মাঝপথে এসে সরে দাঁড়াতে বাধ্য হলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই তারকা। তবে খুব দ্রুতই সুস্থ হয়ে প্রিয় টেনিস কোর্টে ফেরার আশা ব্যক্ত করেছেন ২৮ বছর বয়সী এই সার্বিয়ান তারকা। কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালীন চোখের সমস্যা তীব্র হলে ম্যাচ ছেড়ে দেন জোকোভিচ। ততক্ষণে প্রথম সেটটি ৬-৩ ব্যবধানে জিতে নেন স্প্যানিশ ফেলিসিয়ানো লোপেজ। এরপর দ্বিতীয় সেট আর কোর্টে গড়ায়নি। ২০১১ সালের সেপ্টেম্বরের পর এবারই প্রথম কোন টুর্নামেন্ট চলাকালীন অবসর নিলেন জোকোভিচ। এর আগে দ্বিতীয় রাউন্ডে দাপুটে জয় তুলে নিয়েছিলেন নোভাক জোকোভিচ। সেই সঙ্গে অনন্য এক রেকর্ডও গড়েছিলেন তিনি। তিউনিসিয়ার মালেক জাজিরিকে ৬-১, ৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারের ৭০০তম ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেন নাম্বার ওয়ান এই তারকা। কিন্তু কোয়ার্টারে এসেই চোখের সমস্যার কাছে হার মানলেন ২৮ বছর বয়সী এ টেনিস তারকা। এটিপি (এ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস) ওয়েবসাইটে জোকোভিচ উল্লেখ করেন, ‘দুবাইয়ে যখন এসেছি তখন থেকেই চোখের ইনজুরির সঙ্গে লড়াই করছি। ইনফেকশন দিয়ে এটি শুরু হয় যা পরে তীব্র এলার্জিতে রূপ নেয়। দুর্ভাগ্যজনকভাবে গত দু’দিনে চোখের সমস্যাটা তীব্র আকার ধারণ করে। এই প্রথম আমি এ ধরনের সমস্যায় পড়লাম। এদিন কোর্টে খেলার সময় ইনজুরিটা আরও খারাপ পর্যায়ে চলে যায়। আশা করছি, কয়েকদিনের মধ্যেই চোখের ইনজুরিটা কেটে যাবে।’
×