ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে খান সাহেব বাড়িতে দুর্বৃত্তের হামলা, কেয়ারটেকার আহত

প্রকাশিত: ০৫:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

মুন্সীগঞ্জে খান সাহেব বাড়িতে দুর্বৃত্তের হামলা,  কেয়ারটেকার  আহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার উত্তর মেদিনীম-ল খান সাহেবের বাড়িতে শুক্রবার বিকেলে দুর্বৃত্তের হামলায় কেয়ারটেকার রাজা মিয়া (৫১) আহত হয়েছেন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা তার ঘরে ভাংচুর ও লুটপাট চালায়। আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা মোটরসাইকেল ফেলেই পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বাইক, বৈঠা ও ইট জব্দ করে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের গ্রামের বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করেন রাজা মিয়া। আহত রাজা মিয়া জানান, খানবাড়ি মসজিদে জুমার নামাজ শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খোকন শেখ, মোঃ আজম, মোঃ রনি শেখ ও রনি খান আকস্মিক হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই বৈঠা দিয়ে এলোপাতাড়িভাবে পেটায় এবং ইট দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাজা মিয়া। দুর্বৃত্তরা হামলা চালিয়ে তার ঘরের টিন ও ঘরের ভেতরের আসবাবপত্রের ক্ষতিসাধন এবং ঘরের মূল্যবান সামগ্রী লুটপাট করে। এর আগেও হামলাকারীরা নানাভাবে তাকে বিরক্ত করত। লৌহজং থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাইক, বৈঠা ও ইট জব্দ করে থানায় নিয়ে আসে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
×