ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্ধারিত সময়ের একদিন আগেও সংসদ নির্বাচন নয় ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৩৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

নির্ধারিত সময়ের একদিন আগেও সংসদ নির্বাচন নয় ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ২০১৯ সালের নির্ধারিত সময়ের এক দিন আগেও জাতীয় নির্বাচন হবে না। সংবিধানের ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি জগা খিচুড়ির দল। নিজেদের ভুল বুঝতে পেরে এখন আগাম নির্বাচন দাবি করছে। কিন্তু এই অবৈধ ও অনৈতিক দাবি জাতি প্রত্যাখ্যান করেছে। শুক্রবার বিকেলে দিনাজপুর শহরে অরবিন্দ শিশু হাসপাতালের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম একথা বলেন। ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার স্বাস্থ্য খাতে যে সাফল্য অর্জন করেছে তা গোটা বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। মাতৃ ও শিশু মৃত্যুর হার বহুলাংশে কমিয়ে আনার জন্য জাতিসংঘ বাংলাদেশকে সম্মানিত করেছে। শেখ হাসিনার সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় যে অবদান রেখে আসছে তা সারাবিশ্বে অনুকরণীয়। বিশ্বের কোথাও এ ধরনের চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার নজির নেই। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি একটি জগা খিচুড়ির দল। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের ট্রেন ফেল করে বেগম খালেদা জিয়া ও তার দল জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। আজকে সেই ভুলের কারণেই নির্বাচন করার জন্য বিএনপি অন্যায় ও অযৌক্তিক যে দাবি তুলেছে তা মেনে নেয়া যায় না। সংবিধান অনুযায়ী ২০১৯ সালের নির্ধারিত সময়ে মেয়াদ পূরণ করে জননেত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে অংশ নিতে হবে। নির্ধারিত সময়ের এক দিন আগেও নির্বাচন হওয়ার কোন সাংবিধানিক সুযোগ নেই। ৫ কোটি টাকা ব্যয়ে ৫তলা বিশিষ্ট অরবিন্দু শিশু হাসপাতালের ১০০ শয্যার নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জন্য একটি এ্যাম্বুলেন্স ও চিকিৎসার যন্ত্রপাতি ক্রয়ে ২ কোটি টাকা দেয়ার আশ্বাস দেন। হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, বিএমএ’র সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, বিএমএ’র মহাসচিব অধ্যাপক এম. ইকবাল আর্সলান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এমএ আজিজ এবং স্বাগত বক্তব্য দেন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুল হক ছুটু। সন্ধ্যার পর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দিনাজপুর মেডিক্যাল কলেজের রজতজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
×