ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়াগামী যুবক ঢাকায় অপহৃত মুক্তিপণ দাবি

প্রকাশিত: ০৫:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

মালয়েশিয়াগামী যুবক ঢাকায় অপহৃত   মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ মালয়েশিয়ায় যাওয়ার পথে সাতক্ষীরার কলারোয়ার এক যুবককে দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে সন্ত্রাসীরা। অপহৃত যুবকের নাম আব্দুল্লাহ আল-মামুন। তিনি কলারোয়া উপজেলার খোরদো গ্রামের মুজিবর রহমানের ছেলে। ২৩ ফেব্রুয়ারি ঢাকায় বিমানে উঠার আগে তিনি অপহৃত হন বলে মামুনের মা অভিযোগ করেছেন। অপহৃত আব্দুল্লাহ আল-মামুনের মা খালেদা আক্তার জানান, মালয়েশিয়ায় চাকরির উদ্দেশে ২৩ ফেব্রুয়ারি বিমানে ওঠার কথা ছিল তার ছেলে মামুনের। গ্রাম থেকে ঢাকায় পৌঁছে তিনি মায়ের সঙ্গে কথাও বলেছেন। এরপর থেকে তার মোবাইল বন্ধ। বিমানেও ওঠেননি। অন্য একটি নম্বর থেকে তার মায়ের কাছে ফোন করে বলা হয়েছে দুই লাখ টাকা না দিলে ছেলেকে কুপিয়ে হত্যা করা হবে। খালেদা আক্তার জানান, তিনি তার ছেলেকে কলারোয়ার পাটুলিয়া গ্রামের কাশেম দালালের হাতে তুলে দিয়েছিলেন। কাশেম দালাল তুলে দিয়েছিল বাঁকড়া গ্রামের আরেক দালাল বাকির হাতে। এখন তাদেরও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেকে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশে সাড়ে তিন লাখ টাকারও বেশি ব্যয় করেছেন মা খালেদা আক্তার। গত ২২ ফেব্রুয়ারি তার ছেলে আব্দুল্লাহ আল মামুন ঢাকার উদ্দেশে দালাল কাশেমের সঙ্গে যান। পরদিন ২৩ ফেব্রুয়ারি রাত নয়টায় তার বিমানে চড়বার কথা। বিমানবন্দরের কাছাকাছি যেয়ে ছেলে তার সঙ্গে কথা বলে। এর কিছুক্ষণ পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর অপরিচিত মোবাইল নম্বর ০১৭৯৫৬০৫৩৪৮ থেকে তার নম্বরে একাধিকবার ফোন আসে। ফোনে বলা হয়, তোর ছেলে আমার কাছে আছে, তুই দুই লাখ টাকা নিয়ে তোর ছেলেকে নিয়ে যা। ছেলে আব্দুল্লাহ আল মামুনকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ দাবি করা হচ্ছে উল্লেখ করে কলারোয়া থানায় বৃহস্পতিবার একটি জিডি করা হয়েছে। তিনি তার ছেলেকে উদ্ধারের জন্য সরকারের কাছে আকুতি জানিয়েছেন।
×