ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৫:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার  অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তর বাড্ডায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ মিজানুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে। অন্যদিকে খিলগাঁওয়ে সিঁড়ি থেকে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। এছাড়া সেগুনবাগিচায় ছিনতাইকালে পথচারীরা তিন ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, উত্তর বাড্ডায় মোঃ শামিম (৩৫) নামে এক পোশাক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শামিমের বাবার নাম শামছুল আলম। বাড়ি বরগুনার আমতলী থানার গুলিসাখালী গ্রামে। তিনি বাড্ডার সাঁতারকুল রোডের রহমতউল্লাহ গার্মেন্টস সংলগ্ন পশ্চিম পাদরদিয়া এলাকার ৯ নম্বর রোডের ৬ নম্বরে আশরাফ উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। নিহত ব্যবসায়ী শামিমের ভাগ্নি কাকলীর অভিযোগ, বৃহস্পতিবার রাত এগারোটার দিকে অংশীদার মিজানুর দলবল নিয়ে তার মামা মোঃ শামিমকে মারধর করে গুরুতর আহত করে। মামাকে প্রথমে বাড্ডার সাঁতারকুলের বাসায় নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে মধ্যরাতে ঢাকা মেডিক্যালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাকলীর অভিযোগ, মামা শামিম ও মিজানুর রহমান বছরখানেক আগে থেকে ব্যবসায়িক পার্টনার। তারা দুজনই গার্মেন্টস ব্যবসা করতেন। ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তারা পরবর্তীতে আলাদা হয়ে যান। কাকলী জানান, তারা আলাদা ব্যবসা শুরু করলেও মামা তার পার্টনার মিজানের কাছে ৫ লাখ টাকা পেতেন। বিভিন্ন সময় পাওনা চাওয়ার পরও মিজান মামাকে টাকা দেয়নি। পরে মামা শামিম ছয় মাস আগে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে মিজানুর মামাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। কাকলী জানান, এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত এগারোটার দিকে নতুনবাজার থেকে সাঁতারকুল এলাকার বাসায় ফিরছিলেন মামা শামিম। ফেরার পথে রহমতউল্লাহ গার্মেন্টসের পাশে ব্যবসায়িক পার্টনার মিজানুর রহমান ও তার দলবল মামাকে একা পেয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে তারা মামাকে উদ্ধার করে রাত বারোটার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে রাত পৌনে দুটোর দিকে চিকিৎসাধীন অবস্থায় মামা শামিম মারা যান। সিঁড়ি থেকে পড়ে মহিলার মৃত্যু ॥ খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে সিঁড়ি থেকে পড়ে অজ্ঞাত (৫০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ গোড়ান এলাকার ৪৯ নম্বর বাসার সিঁড়ি দিয়ে ওপর থেকে ওই নারী নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ওই বৃদ্ধার মৃত্যু হয়। তিন ছিনতাইকারীকে গণপিটুনি ॥ সেগুনবাগিচা বারডেম-২ হাসপাতালের সামনে ছিনতাইকালে পথচারীরা তিন ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়েছে। খবর পেয়ে পুলিশ জনতার কবল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করে। ছিনতাইকারীরা হচ্ছেÑ আবদুস সামাদ (২২), আবু সুফিয়ান রাজু (১৬) ও শাওন (১৯)।
×