ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘটনাক্রমে...

প্রকাশিত: ০৫:৩০, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

ঘটনাক্রমে...

৭ বছর বয়সী ইসরাইলী বালক ওরি গ্রিনহার্ট। জর্ডান উপত্যকার কাছের প্রাচীন নিদর্শন তেল রেহম পার্কে ঘুরতে গিয়ে একটি মূর্তি খুঁজে পেয়েছে। মূর্তিটির বিশেষত্ব হলো এটির বয়স ৩ হাজার ৪শ’ বছর। এরপরই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম ওরি। কারণ এটি যেনতেন কারও মূর্তি নয় গ্রিক দেবী আসরাতার মূর্তি। তিনি ছিলেন মূলত প্রকৃতির দেবী। ইসরাইলী প্রতœতাত্ত্বিক নিদর্শন কর্তৃপক্ষ জানায়, একদিনের ভ্রমণে গিয়ে পাহাড়ে উঠেছিল ওরি। ওই সময় সে মাটিতে মিশে থাকা প্রচীন মূর্তিটি দেখতে পায়। মূর্তিটি হাতে নিয়ে এর গায়ে লেগে থাকা মাটি পরিষ্কার করে ওরি। দেখা যায়, সেটি একটি নারীমূর্তি। ওরির মা মরিয়া গ্রিনহার্ট বলেন, আমার ছেলে মূর্তিটি পেয়ে উৎসাহী হয়ে ওঠে এবং সেটি বাড়িতে নিয়ে যায়। মূর্তিটি দেখতে পেয়ে তিনি ছেলেকে বোঝান এটি প্রাচীন মূর্তি এবং রাষ্ট্রীয় সম্পত্তি। পরে ওরি গ্রিনহার্টের পরিবার প্রাচীন মূর্তিটি প্রতœতাত্ত্বিক নিদর্শন বিষয়ক ইসরাইলী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। তেল রেহভ প্রতœতাত্ত্বিক নিদর্শনের পরিচালক এ্যামিহাই মাজের বলেন, নরম মাটি দিয়ে প্রাচীন নারীমূর্তিটি তৈরি করা হয়েছিল। এটি এর মাধ্যমে হয়তো নারীর শরীরকেই বোঝানো হয়েছে। মূর্তিটির মাধ্যমে উর্বরতার দেবী আসরাতাকে বোঝানো হতে পারে। এটি হয়তো প্রস্তরযুগের ক্যানানাইট সংস্কৃতির অংশ। ডেইলি মেইল অবলম্বনে।
×