ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাজারো মানুষের ভালবাসায় সিক্ত মোস্তফা শহীদের দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৫:২৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

 হাজারো মানুষের  ভালবাসায় সিক্ত   মোস্তফা শহীদের  দাফন সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি ॥ অশ্রুসজল হাজার হাজার শোকার্ত মানুষের ভালবাসায় সিক্ত হয়ে একাধিক জানাজা আর দোয়া শেষে স্থানীয় জনপ্রিয় নেতা, সাবেক সমাজকল্যাণমন্ত্রী এ্যাডভোকেট এনামুল হক মোস্তফা শহীদকে শুক্রবার চিরবিদায় জানাল হবিগঞ্জবাসী। শোক-বিহ্বল হাজারও মানুষের বুকফাটা কান্না আর আহাজারির মাঝেই সাদা কাফন পরিবেষ্টিত এই প্রিয় মানুষটিকে শুইয়ে দেয়া হলো সাড়ে তিন হাত মাটির ঘরে। শুক্রবার বাদ আছর তার গ্রামেরবাড়ি জেলার চুনারুঘাট উপজেলাধীন উবাহাটা ইউনিয়নের কুটিরগাঁওয়ের পারিবারিক গোরস্তানে বাবা-মায়ের কবরের পাশেই এই সাবেক মন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তার আগে মন্ত্রী শহীদকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন ও একনজর দেখতে ওই দিন ফজরের নামাজের পর থেকে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দলে দলে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীসহ ধর্মপ্রাণ সাধারণ মানুষ। এমনকি হিন্দু ও খ্রীস্টান সম্প্রদায়ের লোকজনও এ মাঠের আশপাশে অবস্থান নেন। সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জের আকাশ কাঁপানো গর্জনে মন্ত্রী শহীদকে বহনকারী হেলিকপ্টারটি জানান দিচ্ছিল তাদের প্রিয় নেতাকে তাদেরই মাঝে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যে কপ্টারটি হেলিপ্যাডে ল্যান্ড করলে নামানো হয় জাতীয় পতাকায় বেষ্টিত মোস্তফা শহীদের কফিন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে নেয়া হয় জানাজার প্রস্তুতি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ গণমান্য ব্যক্তিবর্গ মন্ত্রী মোস্তফা শহীদের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। বেলা সোয়া ১১টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। এতে অংশ নেন এমপি মোঃ আবু জাহির, এমপি আব্দুল মজিদ খান, এমপি মাহবুব আলী, এমপি এম এ মুমিন চৌধুরী বাবু, অন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সাইদুল হক সুমন, মন্ত্রীপুত্র নিজামুল হক রানা, সাবেক পিপি ও মোস্তফা শহীদের একান্ত স্নেহভাজন আকবর হোসেন জিতু, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ নানা পেশার হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ। এছাড়া শুক্রবার হবিগঞ্জে জুমার নামাজ শেষে দোয়া-মিলাদ মাহফিল, মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এদিকে মোস্তফা শহীদের মৃত্যুতে জেলার চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ সাত দিনের শোক কর্মসূচী ঘোষণা করেছে। এতে রয়েছে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, অফিস-আদালত ও দোকানপাট-বাসাবাড়িতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণসহ নানা কর্মসূচী। মন্ত্রীর একান্ত স্নেহভাজন ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনের পক্ষ থেকে স্থানীয় সওদাগর জামে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া ও পরবর্তীতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
×