ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডেমরায় সোনার দোকানে ডাকাতি

প্রকাশিত: ০৫:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

ডেমরায় সোনার দোকানে ডাকাতি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ডেমরায় একটি স্বর্ণের দোকানে দিন দুপুরে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অন্তত এক শ‘ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। ঘটনা সর্ম্পকে জানতে দোকানের তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ চলছে। শুক্রবার দুপুর দেড়টায় ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় অবস্থিত বহুতল মনু মোল্লা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় কেয়া জুয়েলার্সে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় দোকানটি খোলা ছিল। দোকানে ৩ কর্মচারী কাজ করছিলেন। ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক উত্তম কুমার পাল বর্তমানে ভারতে অবস্থান করছেন। আচমকা ৮-১০ জন ডাকাত ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। শুক্রবার পবিত্র জুমা’র নামাজের কারণে স্বাভাবিক কারণেই মার্কেটে ভিড় কম ছিল। ডাকাতরা দোকানে ঢুকেই পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে তিন কর্মচারীকে জিম্মি করে ফেলে। কর্মচারীদের হাত পা বেঁধে নিচ দিকে মুখ করে বেঁধে রাখে। মাত্র কয়েক মিনিটের মধ্যে দোকানের ওপরের তালাবিহীন তাকে থাকা স্বর্ণালঙ্কার লুটে নেয়। নিচে থাকা তালাবদ্ধ সেলফে থাকা স্বর্ণালঙ্কার লুট করতে পারেনি। কর্মচারীদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে ডাকাতরা দ্রুত দোকান থেকে বেরিয়ে যায়। সামনে পার্কিং করে গাড়িতে করে দ্রুত পালিয়ে যায়। ডাকাতরা কালো কাঁচে ঘেরা একটি মাইক্রোবাসে করে দ্রুত পালিয়ে যায়। মাইক্রোবাসের সামনে সাদা কাগজে পুলিশ বা ডিবি জাতীয় কিছু লেখা ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। রাস্তায় যাতে মাইক্রোবাসটি পুলিশের চেকিংয়ের কবলে না পড়ে এজন্য এটি ছিল ডাকাতদের কৌশল। এ ব্যাপারে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সেলিম জনকণ্ঠকে বলেন, ঘটনাটি প্রকৃত পক্ষে ডাকাতি না সাজানো তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে দোকান মালিকের ভারতে অবস্থান করা বা দোকান কর্মচারীদের জড়িত থাকার কোন বিষয়াদি আছে কিনা সে বিষয়ে গভীর তদন্ত চলছে। ঘটনা সম্পর্কে জানতে দোকানের তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ চলছে। ডাকাতরা অন্তত এক শ‘ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে কর্মচারীদের দাবি। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। দোকান মালিক দেশে ফিরলে মামলা দায়েরের কথা রয়েছে। পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের শনাক্ত করতে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামতও সংগ্রহ করা হয়েছে।
×