ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে গার্মেন্টসে ডাকাতি করে পালানোর সময় আটক চার

প্রকাশিত: ০৩:৫৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

গাজীপুরে গার্মেন্টসে  ডাকাতি করে  পালানোর সময়  আটক চার

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৬ ফেব্রুয়ারি ॥ গাজীপুরে একটি গার্মেন্টসে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ গুলি করে ৪ ডাকাতকে আটক করেছে। শুক্রবার ভোরে গাজীপুর মহানগরীর কড্ডা ইসলামপুর এলাকায় ওশান গার্মেন্টসে এ ঘটনা ঘটে। ডিবি পুলিশ কাভার্ডভ্যানসহ ডাকাতির মালামাল উদ্ধার করেছে। গুলিবিদ্ধ ৪ ডাকাতকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃত ডাকাতরা হলো- পাবনার অষ্টমিজল গ্রামের সুলতান উদ্দিন (৪২), ভুয়াপুরে হোসেনপুর গ্রামের সালাম (৪০), দিনাজপুরের হোসেনপুর গ্রামের হামিদুল (৩০) ও টাঙ্গাইলের পাকুরধা গ্রামের মামুন। জনগণের কাছে বিএনপির আস্থা নেই ॥ নৌমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৬ ফেব্রুয়ারি ॥ নৌপরিবহনমন্ত্রী বলেছেন, ‘বিএনপি পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে মানুষ হত্যা করেছে। সম্পদ পুড়িয়ে দিয়েছে, বহুলোক পঙ্গু হয়ে গেছে, জনগণ তাদের মন থেকে বিতারিত করেছে। সুতরাং জনগণের কাছে তাদের কোন আস্থা নেই। মেয়াদ শেষ হলে নির্বাচন হবে এটাইত সংবিধান। সেক্ষেত্রে তারা যদি মনে করেন ক্ষমতা চিরস্থায়ী করার জন্য শেখ হাসিনা ইউনিয়নের নির্বাচন দিয়েছে এটা ভিত্তিহীন। এ পরিস্থিতিতে আমি মনে করি জনগণের কাছে তাদের কোন আস্থা নেই। জনগণ তাদের কাছ থেকে দূরে সরে গেছে- তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে’। শুক্রবার সকালে চরমুগরিয়া মহাবিদ্যালয়ের ৩৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন। কলেজে অধ্যক্ষ এম এ হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মাদ সরোয়ার হোসেন, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ। সিলেটে পিকআপের ধাক্কায় ২ অটোরিক্সা যাত্রী নিহত স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট-সুনামগঞ্জ সড়কের আউশা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহতরা হলেন- দিরাইয়ের সুলতানা বেগম (৫২) ও ছাতকের লিটন মিয়া (২৭)। শুক্রবার বেলা আড়াইটার দিকে ছাতক থেকে দুটি অটোরিক্সা সিলেট আসার পথে আউশায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ অটোরিক্সা দুটিকে ধাক্কা দিলে তিনটি যানবাহনই রাস্তার পাশে ছিটকে পড়ে দুর্ঘটনায় পতিত হয়। এত দুই অটোরিক্সা যাত্রী নিহত হন। নরসিংদীতে দুই আরোহী নিজস্ব সংবাদদাতা, নরসিংদী থেকে জানান, ট্রলিচাপায় দৈনিক সন্ধ্যাবাণীর নড়াইলের ফটোসাংবাদিক শেখ নাসির উদ্দীন (৪৭) ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডিসপাচ রাইডার সরদার নিজামুল ইসলাম (৪৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার বাগহাটা মসজিদের সামনে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংদী থেকে পাঁচদোনাগামী একটি বালুবাহী ট্রলি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী সাংবাদিক শেখ নাসির উদ্দীন ও তিতাস গ্যাস কর্মচারী সরদার নিজামুল ইসলাম মারা যায়। লাকসামে স্কুলছাত্রের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন সংবাদদাতা, লাকসাম (কুমিল্লা), ২৬ ফেব্রুয়ারি ॥ অবৈধ বিদ্যুত সংযোগের তারে জড়িয়ে স্কুলছাত্র নিহতের ঘটনায় শুক্রবার বিকেলে লাকসাম-চাঁদপুর সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে এলাকার নারী, পুরুষ, স্কুলের ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মুদাফরগঞ্জ ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল আলম ভূঁইয়া, ইউপি সদস্য হাসান আহমেদ খোকন, কমিউনিটি পুলিশের সভাপতি খোরশেদ আলম ভূঁইয়া, ইউপি যুবলীগের প্রচার সম্পাদক আবুল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল কাসেম, ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, মাস্টার ইয়াসিন, আবদুর রশিদ, সফিকুর রহমান, আমানউল্লাহ আমান, কবির হোসেন, নুর মোহাম্মদ, দেলোয়ার হোসেন, জাকির হোসেন, আলী আহমেদ গাজী প্রমুখ। বক্তারা অভিযোগ করেন মুদাফরগঞ্জ ইউপির নিশ্চিন্তপুর গ্রামের জিয়াউল হক তার ইরি ক্ষেতে ইঁদুর মারার জন্য পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে রাখে। দিনাজপুরে আগুনে পুড়ে গৃহবধূ নিহত স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ আগুন লাগা ঘরের চালার নিচে চাপা পড়ে দিনাজপুরে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছে ২ ছেলে-মেয়ে। বৃহস্পতিবার রাত ১টায় ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের চৌরিগাথা গ্রামের সিরাজুল ইসলামের গোয়ালঘরে কয়েলের আগুনে অগ্নিকা- ঘটে। এ সময় গৃহবধূ রুপিয়া বেগম (৪০) আগুনের হাত থেকে গরু-ছাগল রক্ষা করতে গিয়ে জলন্ত ঘরে প্রবেশ করেন। গরু-ছাগল নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় ঘরের জ্বলন্ত চালা ভেঙ্গে পড়লে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে রুপিয়া বেগম নিহত হন। আগুনে পুড়ে মারা গেছে দুটি ছাগল। এ সময় মাকে বাঁচাতে এসে আহত হয় পুত্র রুমন (১৮) ও কন্যা সালেহা (১২)। এক লাখ ভারতীয় জাল রুপীসহ আটক দুই স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়া উপজেলার ঝলমলিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক লাখ ভারতীয় জাল রুপীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামের কোমর উদ্দিনের ছেলে সাদেকুল ইসলাম ও একই গ্রামের সেহের আলী সেন্টু (৫০)। তাদের কাছ থেকে ভারতীয় জাল ৫০০ রুপীর ২০০টি নোট (এক লাখ রুপী) উদ্ধার করা হয়েছে। হত্যাকারীকে গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা,কচুয়া,চাঁদপুর, ২৬ ফেব্রুয়ারি ॥ কচুয়ায় মেধাবী এসএসসি পরীক্ষার্থী রাব্বির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার কাদলা ইউনিয়নের দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে গ্রামবাসী রাব্বির হত্যাকারীদের অচিরেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কুশপুতুল দাহ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি ॥ বাজিতপুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুতুল দাহ করা হয়েছে। শুক্রবার দুপুরে বাজিতপুরের বিএনপি নেতা সালেহুজ্জামান খান রুনু ও অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতাকর্মীরা ঝাড়ু ও জুতা হাতে নতুন কমিটির বিরুদ্ধে বিভিন্ন সেøাগান দেন।
×