ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুই শিশুসন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

প্রকাশিত: ০৩:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

দুই শিশুসন্তানকে  বিষ খাইয়ে মায়ের  আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি ॥ সাটুরিয়ায় দুই শিশুসন্তানকে বিষপান করিয়ে মা নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার হরগজ ইউনিয়নের বেপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম (২৫) ওই গ্রামের রাজমিস্ত্রী আব্দুর রহিমের স্ত্রী। মায়ের হাতে বিষপানে অসুস্থ মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রহিমার মেয়ে মেঘলা (৮) ও ছেলে আকাশ (৫)। তারা দু’জনই হরগজ নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয় ইউপি সদস্য সাজাহান জানান, রহিমা ও তার স্বামীর সঙ্গে মাঝেমধ্যেই পারিবারিক কলহের সৃষ্টি হতো। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী রহিমাকে মারধর করে। এরই ধারাবাহিকতায় রাত ৮টার দিকে সবার অলক্ষ্যে রহিমা তার দুই সন্তানকে বিষপান করায়। পরে সে নিজেও বিষপান করে। বিষয়টি পরিবারের অন্যরা জানতে পেরে রহিমা ও তার সন্তানদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে রহিমা বেগমের মৃত্যু হয়। বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিজস্ব সংবাদদাতা, ভালুকা ময়মনসিংহ, ২৬ ফেব্রুয়ারি ॥ ভালুকায় ২২০ দুস্থ নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চক্ষু শিবিরে এ সেবা প্রদান করা হয়। আসপাডা ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচীর আওতায় স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন করা হয়। দুর্ঘটনার আশঙ্কা নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৬ ফেব্রুয়ারি ॥ বাউফল উপজেলা পরিষদের পেছনে খালের উপর নির্মিত ২৯ মিটার দৈর্ঘ্য একটি জীপ্যাবল লোহার পুলের একটি ভিম বেঁকে যাওয়ায় পুলটির উপরের অংশে আরসিসি সøাব ডেবে গেছে। ফলে যে কোন সময় পুলটি ভেঙ্গে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। বন্ধ হয়ে যেতে পারে নাজিরপুর ইউনিয়নের সঙ্গে বাউফল উপজেলা শহরের সঙ্গে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা। টুকরো খবর অগ্নিকা- সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২৬ ফেব্রুয়ারি ॥ বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামে একটি পরিবার অগ্নিকা-ে সর্বস্বান্ত হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সংঘটিত আগুনে কৃষক পরিবারের বসতঘর, ২টি গরু, ২টি ছাগলসহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। জানা যায়, তেলজুড়ি গ্রামের আবুল কালাম বিশ্বাসের গোয়াল ঘরে কয়েল থেকে আগুনের সূত্রপাত। বিপুল ফেনসিডিল উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৬ ফেব্রুয়ারি ॥ কুমিল্লায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার গভীর রাতে সদর দক্ষিণ উপজেলার নোয়াগ্রাম এলাকার আদর্শ মৎস্য হ্যাচারির অফিস কক্ষ থেকে র‌্যাব-১১ এর সদস্যরা তাকে আটক করে। জানা যায়, ওই হ্যাচারির কক্ষে মাদকদ্রব্য ক্রয়-বিক্রির সময় র‌্যাব ১ হাজার ৫৭৫ বোতল ফেনসিডিল ও ১৪ বোতল ভতকাসহ সদর দক্ষিণ উপজেলার নোয়াগ্রামের সিদ্দিক চৌধুরীর ছেলে সিরাজুল ইসলামকে আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৭ লাখ ৯১ হাজার ৭শ’ টাকা। চার ছিনতাইকারী আটক নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৬ ফেব্রুয়ারি ॥ চট্টগ্রামের পটিয়ায় ইয়াবাসহ চার ছিনতাইকারীকে পুলিশ আটক করেছে। তারা হলেনÑ আবদুল মুমিন প্রকাশ শিপন, আনিসুর রহমান প্রকাশ সুমন, মোঃ রুবেল প্রকাশ সাজ্জাদ হোসেন ও আলী আজগর। চারজনের বাড়িই উত্তর হুলাইন গ্রামে। বৃহস্পতিবার রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ছালেহ নূর ডিগ্রী কলেজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুনর্মিলনী স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শুক্রবার সিরাজদিখানের শুলপুর উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী হয়েছে। বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। এ উপলক্ষে সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান মহিউদ্দীন আহম্মেদ। পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শুলপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফাদার টমাস কোড়াইয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, রমেশ রাফায়েল গমেজ, আব্দুর রহিম, অনিল কুমার শীল, অনন্ত চক্রবর্তী প্রমুখ। তেলসহ ট্রাক ছিনতাই স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় চালক ও হেলপারকে অচেতন করে ভোজ্যতেলসহ ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অচেতন চালক আব্দুল খালেক (৩৮) ও হেলপার আজহারউদ্দিনকে (৩২) উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গজারিয়া থানার এসআই ইলিয়াস হোসেন জানান, ৬০ ব্যারেল ভোজ্যতেল ভর্তি ট্রাকটি চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে বৃহস্পতিবার রাতে মদনপুর এলাকায় সশস্ত্র ছিনতাইকারী দলের আক্রমণের শিকার হয়। এ সময় চালক ও হেলপারকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে মাইক্রোতে তুলে নিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে মহাসড়কের গজারিয়া উপজেলার আনারপুরায় ফেলে রেখে যায়। বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৬ ফেব্রুয়ারি ॥ শুক্রবার সকাল ৮টার দিকে মহাদেবপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৩০) নামে এক ক্যাঁড়াকল শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলা সদরের দক্ষিণ হোসেনপুর গ্রামের জনৈক ইউসুফ আলীর বিদ্যুতচালিত ক্যাঁড়াকলে এ ঘটনা ঘটে। ফেনসিডিলসহ আটক তিন নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৬ ফেব্রুযারি ॥ বৃহস্পতিবার গভীর রাতে মোগলহাট দূরারকুটি রোডে রবিউল ইসলাম, জাহের আলী তেশা ও হামিদুল ইসলামকে ১৮ বোতল ফেনসিডিলসহ ডিবি পুলিশ আটক করেছে। দেবহাটায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা ॥ স্বামী পলাতক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ দেবহাটায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে দেবহাটা উপজেলার বহেরা গ্রামের ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শাহানা আক্তার কেয়া (৩৫)। তিনি একই উপজেলার খেজুরবাড়ি গ্রামের আনোয়ারুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। নিহতের ভাই ও কুলিয়া ইউপি সদস্য সেলিম রেজা সবুজ জানান, তার বোনকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া জানান, দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রেজা আলী সরদারের মেয়ে শাহানা আক্তার কেয়া মাস ছয়েক আগে খেজুরবাড়ি গ্রামের আনোয়ারুল ইসলামের সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারা বহেরার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। দাম্পত্য জীবনে প্রায়ই তাদের মধ্যে ঝগড়াবিবাদ লেগে থাকত। নিহতের ছেলে সাদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, আনোয়ারুল ইসলাম তার স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর ঘরের সিলিংফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে পালিয়ে যান। এরপর রাতে তার মরহেদ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
×