ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তালা উপজেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি

প্রকাশিত: ০৩:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তালা উপজেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে বাণিজ্যের অভিযোগ এনে তালা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্তির দাবি করা হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু এই দাবি জানিয়ে দলীয় মহাসচিবের হস্তক্ষেপ কামনা করেছেন। লিখিত বক্তব্যে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরুলিয়া ইউনিয়নে তিনিসহ তালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মোড়ল, উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান ও উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি আলতাফ হোসেনের ছেলে খালিদ আহমেদ দলীয় মনোনয়ন চান। কিন্তু উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মোটা অঙ্কের টাকা নিয়ে জামায়াতের পৃষ্ঠপোষক মুজিবুর রহমানকে দলীয় মনোনয়নের সুপারিশ করেন। দৌলতপুরে বিএসএফের নির্যাতনের শিকার যুবক নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, ২৬ ফেব্রুয়ারি ॥ দৌলতপুর সীমান্তে বিএসএফের নির্যাতনের শিকার হয়েছে আজিজুল হক (২২) নামের এক যুবক। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জামালপুর সীমান্তসংলগ্ন মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে সে নির্যাতনের শিকার হয়। স্থানীয় সূত্র জানায়, প্রাগপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন জামালপুর গ্রামের নাহারুল ইসলামের ছেলে আজিজুল হক মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায়। এ সময় সে সাঁতরে নদী পার হয়ে ১৫৩/১(এস) সীমান্ত পিলারসংলগ্ন এলাকা দিয়ে ভারত ভূখ-ে প্রবেশ করলে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ৪৩ বিএসএফ কমান্ড্যান্টের অধীন কৃষান ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটক করে বেধড়ক মারপিট করে ছেড়ে দেয়। জন্মবার্ষিকীতে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৬ ফেব্রুয়ারি ॥ নড়াইলে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে স্বাধীনতা যুদ্ধের বীরসন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখের ৮০তম জন্মবার্ষিকী। বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় নূর মোহাম্মদনগরে স্থাপিত স্মৃতিসৌধে নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট, নূর মোহাম্মদ মহাবিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় পুলিশ প্রশাসন এই বীরের প্রতি গার্ড অব অনার প্রদান করেন। ভূরুঙ্গামারীতে ফ্যাক্টরি ভস্মীভূত স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ভূরুঙ্গামারীতে এক অগ্নিকা-ের ঘটনায় তৃষা বেকারী নামে একটি বিস্কুটের ফ্যাক্টরি পুড়ে ছাই হয়েছে। এতে ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে শহরের বাজার রোড এলাকায় জনতা ব্যাংক সংলগ্ন তৃষা বেকারীতে অগ্নিকা-ের সময় ফ্যাক্টরির মালামালসহ আসবাবপত্র পুড়ে যায়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই সবকিছু শেষ হয়ে যায়। অগ্নিকা-ের সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রেনের ধাক্কায় রাজশাহীতে দু’শ’ মিটার দূরে মাইক্রো স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে লাইনের ওপর উঠে যাওয়া মাইক্রোবাস ট্রেনের ধাক্কায় চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বিলশিমলা বন্ধগেট রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসের সামনের অংশ ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসটিতে চালক ছাড়া কেউ ছিলেন না। তিনি গুরুতর আহত হয়েছেন। গুরুতর অবস্থায় চালক আল আমিন হোসেনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রো চালকের বাড়ি নগরীর দাশপুকুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি আসছিল। ওই সময় অসাবধানতাবশত মাইক্রো চালক মাইক্রো নিয়ে লাইনের ওপরে উঠে পড়ে। এ সময় সংঘর্ষ হয়। পরে ট্রেনটি মাইক্রোবাসটিকে ঠেলে অন্তত ২০০ মিটারের বেশি দূরে নিয়ে যায়। এক পর্যায়ে চালক ট্রেন থামালে স্থানীয়রা মাইক্রোর মধ্যে আটকে থাকা চালক আল আমিনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি ॥ আহত এক রাবি সংবাদদাতা ॥ তুচ্ছ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনায় সালাউদ্দীন রানা নামের ছাত্রলীগকর্মী গুরুতর আহত হয়েছেন। রানা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং আমীর আলী হলের সভাপতি নাজমুল হাসান সজলের অনুসারী। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত হুসাইনের অনুসারী মুকুল খানের সঙ্গে সালাউদ্দীন রানার বাগ্বিত-া শুরু হয়। একপর্যায়ে রানা মুকুলকে চড়-থাপ্পড় মারে। বিষয়টি সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা জানতে পেরে সঙ্গে সঙ্গে দলবল নিয়ে রানাকে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
×