ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বইমেলা পরিণত হয়েছিল শিশুদের মিলন মেলায়

প্রকাশিত: ০৩:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

বগুড়ায় বইমেলা পরিণত হয়েছিল শিশুদের মিলন মেলায়

সমুদ্র হক, বগুড়া অফিস ॥ শুক্রবার দিনভর বগুড়ার বইমেলা পরিণত হয়েছিল শিশুদের মিলনমেলায়। এবারই প্রথম একদিন এই মেলা শুধু শিশুদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনেই নওয়াব বাড়ি সড়কের ধারে বইমেলার আয়োজক সম্মিলিত সাংস্কৃতিক জোট। একটি দিন শিশুদের কলকাকলিতে মেতে উঠেছিল। প্রতিটি বইয়ের স্টলেই শিশুদের উপযোগী বই রাখা হয়। অনেক শিশুকে স্টলেই মনোযোগ দিয়ে বই পড়তে দেখা যায়। বুক স্টল নিউজ কর্নারের স্বত্বাধিকারী বললেন, এই দিনে শিশুদের জন্য প্রতিটি বইয়ে সবচেয়ে বেশি ছাড় দেয়া হয়েছে। একাডেমিক শিক্ষার বাইরে সবকিছু জানার আগ্রহ যাতে বাড়ে সেজন্যই এই ব্যবস্থা। বিকেলে গীতিচর্চা সঙ্গীতালয়ের আয়োজনে মেলা প্রাঙ্গণেই নার্সারি থেকে প্রথম শ্রেণী পর্যন্ত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শতাািধক শিশু এতে অংশ নেয়। এই দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ ছিল শিশুদের জন্য উন্মুক্ত। স্কুলের ও শিশু সংগঠনের শিশুরা দেশাত্মবোধক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও নাটক পরিবেশন করে। বিকেল গড়িয়ে গেলেও এই শিশু মিলনমেলা যেন শেষ হয় না। সীমানার বাইরে থাকা অভিভাবকগণের হাঁকডাক উপেক্ষা করে শিশুরা কেউ ডালায় বই ভরে, কেউ বই পড়তে, কেউ মেলার স্টলে দাঁড়িয়ে শিশুতোষ বিভিন্ন ধরনের বই নাড়াচাড়া করতে থাকে। সংস্কৃতিকর্মী তাপসী দে প্রতিবার বইমেলা অন্তত দুই দিন শুধু শিশুদের জন্য উন্মুক্ত করার দাবি জানান। জোটের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী তা সমর্থন করেন। সন্ধ্যার পর শিশু মিলনমেলার যবনিকাপাত ঘটে একটি বছরের জন্য।
×