ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশিত: ০৩:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহীতে প্রশ্নপত্র  ফাঁসের ঘটনায়  তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে নকল তৈরির সময় ১১ শিক্ষকসহ ১২ জন গ্রেফতারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের ওই কমিটির প্রধান করা হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডের পরিদর্শক (বিদ্যালয়) দেবাশীষ রঞ্জন রায়কে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে। এদিকে প্রশ্নপত্র ফাঁস করে হাতেনাতে গ্রেফতার হলেও ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল জোর তদবিরে নেমে পড়েছে। কেন্দ্রের সচিব আব্দুল কাদেরের নেতৃত্বে স্থানীয় কয়েকজন নেতা এ নিয়ে ব্যাপক তদবির চালাচ্ছে। রাজশাহী শিক্ষা বোর্ড সূত্র জানায়, বিষয়টি তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন, শিক্ষা বোর্ডের অডিট কর্মকর্তা ফরিদ হাসান এবং রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক আনিসুজ্জামান। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ কমিটি গঠন করে দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাতেনাতে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিমুল আক্তার ১২ জনকেই তাৎক্ষণিক সাজা দিতে চেয়েছিলেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী নেতার চাপের কারণে ১৯৯২ সালের পাবলিক পরীক্ষা আইনের ৪ ধারায় জামিনযোগ্য মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় আসামিদের ওইদিনই তড়িঘড়ি করে আদালতে পাঠানো হয়। পরের দিন আসামিরা জামিন লাভ করেন। রাজশাহী শিক্ষা বোর্ডের শীর্ষ কর্মকর্তা বলেন, বাঘায় যে ঘটনা ঘটেছে। সেটি সাম্প্রতিক নজিরবিহীন ঘটনা। এ ঘটনার পর শিক্ষা বোর্ড থেকে ওই বিদ্যালয়ে আর কেন্দ্র না রাখার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্তও নেয়া হয়েছে। শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জহুরুল হক বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এর সঙ্গে কারা জড়িত সেটি খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে বাঘার ইসলামিয়া একাডেমি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির গণিত পরীক্ষা চলাকালীন কেন্দ্রের পাশেই সংগঠনের কক্ষে প্রশ্নপত্র ফাঁস করে নকল করার সময় ভ্রাম্যমাণ আদালত ১১ শিক্ষকসহ বহিরাগত এক শিক্ষার্থীকে গ্রেফতার করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।
×