ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত এক ॥ আটক ৭

প্রকাশিত: ০৩:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত এক ॥ আটক ৭

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি ॥ গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে কবির সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও ৩ জন আহত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার নখড়ির চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কবির ওই গ্রামের মৃত সবর সরদারের ছেলে। এ সময় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। আহতরা হলেন- সেলিম সরদার, এনতাজ উদ্দিন সরদার ও নাসির শেখ। গ্রেফতার এড়াতে আহতরা শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। ঘটনায় উভয়পক্ষের মহিলাসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। নিহতের এক চাচাত ভাই কামাল সরদার জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই গ্রামের খাজা মল্লিকের লোকজন আল-আমিন সরদারের জমি থেকে জোরপূর্বক বালু কাটতে যায়। এ সময় আল-আমিন ও তার লোকজন তাদের বাঁধা দিলে প্রথমে কথা কাটাকাটি ও পরে গোপালগঞ্জ-বর্নি সড়কের ওপর নখড়ির চর সরদার বাড়ির সামনে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের ধাঁরালো অস্ত্র ও লাঠির আঘাতে কবির সরদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে ভর্তি করার কিছুক্ষণ পর সেখানে তার মৃত্যু ঘটে। এ খবর পেয়ে উত্তেজিত লোকজন প্রতিপক্ষ মোঃ রফিকুল সরদারের বাড়িতে হামলা ও ভাংচুর করে।
×