ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পর্যটন নগরী বিল পাসের খবরে

কক্সবাজারে আনন্দ আর খুশির বন্যা ॥ মিষ্টি বিতরণ

প্রকাশিত: ০৩:৫৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

কক্সবাজারে আনন্দ আর খুশির বন্যা ॥ মিষ্টি বিতরণ

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ পরিকল্পিত নগরায়নের মাধ্যমে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের মহাপরিকল্পনা এবং ওই মহাপরিকল্পনা বাস্তবায়নে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৬’ পাস হওয়ায় আনন্দের বন্যা বয়ে চলেছে সৈকত রানী কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলে। বৃহস্পতিবার জাতীয় সংসদে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রস্তাব করলে কণ্ঠভোটে বিলটি পাস হয়। রাষ্ট্রপতির অনুমোদনের পর বিধিমালা তৈরির পাশাপাশি পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে বলে জানা গেছে। এ খবর সংবাদপত্রসহ বিভিন্ন গণমাধ্যমে জেনে কক্সবাজারবাসীর খুশির সীমা নেই। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও এটিকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নকল্পে বিলপাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে অনেকে শহরে মিষ্টি বিতরণও করেছে। জেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ লোকজনদের মধ্যে শুক্রবার সকালে মিষ্টি বিতরণ করে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বের বিভিন্ন দেশে আরও বেশি পরিচিতির লক্ষ্যে এবং বিদেশী পর্যটকদের কক্সবাজারে আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত পর্যটন বর্ষ-২০১৬ কে সামনে রেখে সৈকতের বালিয়াড়িতে চলতি বছরের শুরুতে কার্নিভ্যালেরও আয়োজন করা হয়। দেশের ইতিহাসে প্রথম কোন বিচ কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন নগরী কক্সবাজার ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে বহুল পরিচিতি লাভ করেছে। সূত্র আরও জানায়, আধুনিক ও উন্নতমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কক্সবাজারের আবাসন, হোটেল, মোটেল, রাস্তাসহ সকল নাগরিক ও পর্যটন সুবিধা পরিকল্পিতভাবে বৃদ্ধি করা প্রয়োজন বলে সংসদে পাস বিলের উদ্দেশ্য ও কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার কারণ হিসেবে বলা হয়েছে, মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, উন্নয়ন কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং নাগরিক সুযোগ-সুবিধা প্রদানের উদ্দেশ্যে এবং কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ, কক্সবাজারকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা প্রয়োজন।
×