ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুরোহিত হত্যা ও হিন্দু আইনে তালাক প্রথা সংযোজন চেষ্টার প্রতিবাদ

প্রকাশিত: ০৩:৫৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

পুরোহিত হত্যা ও হিন্দু আইনে তালাক প্রথা সংযোজন চেষ্টার প্রতিবাদ

জনকণ্ঠ ডেস্ক ॥ পুরোহিত হত্যার বিচার ও হিন্দু বিয়ে বিচ্ছেদ আইনে তালাক প্রথার সংযোজনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সিলেট, মানিকগঞ্জ ও লক্ষ্মীপুরে মানববন্ধনে স্থানীয় হিন্দু মহাজোট নেতৃবৃন্দ বক্তৃতা করেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সিলেট ॥ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা শাখার ধর্মসভায় সন্ত্রাসী হামলার বিচার, হিন্দু পার্সোনাল ল্য-তে তালাক প্রথার সংযোজনের অপচেষ্টা এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গৌড়ীয় মঠের অধ্যক্ষ পুরোহিত যজ্ঞেশ্বর মহারাজকে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা ও মহানগর, ইসকন সিলেট, শারদাঞ্জলী ফোরাম সিলেট, অগ্নিবীর সিলেট ও সনাতন বিদ্যার্থী সংসদ শাবি প্রবি এই কর্মসূচীর আয়োজন করে। হিন্দু মহাজোট জেলা সভাপতি মিলন ভট্টাচার্যের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক রাজ কুমার দাসের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসকন সিলেটের সাধারণ সম্পাদক শ্রী ভাগবত করুণা দাস ব্রক্ষ্মচারী, সহসাধারণ সম্পাদক শ্রী প্রা-ব গোবিন্দ দাস ব্রক্ষ্মচারী। মানিকগঞ্জ ॥ পঞ্চগড়ে পুরোহিত হত্যা ও হিন্দু বিয়ে বিচ্ছেদ আইন সংযোজনের অপচেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জে মাবনবন্ধন কর্মসূচী পালন করেছে জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয় । এ সময় হিন্দু মহাজোটের জেলা সভাপতি বাসুদেব সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন তাপস রাজবংশী, প্রণয় কুমার বিশ্বাস, লিপু হালদার প্রমুখ । লক্ষ্মীপুর ॥ হিন্দু ধর্ম বিয়ে বিচ্ছেদ আইনের প্রতিবাদ ও পঞ্চগড়ে পুরোহিত হত্যাকরীদের শাস্তির দাবিতে শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলদেশ জাতীয় হিন্দু মহাজোট লক্ষ্মীপুর শাখা আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি এম আলাউদ্দিন, বাংলদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা আহ্বায়ক কার্তিক সেন, বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি শাহজাহান কামালসহ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ।
×