ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় ১৮০ কেনীয় সেনা নিহত

প্রকাশিত: ০৩:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় ১৮০ কেনীয় সেনা নিহত

সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় এল-এ্যাডে সেনাঘাঁটিতে গত মাসে আল-শাবাব জঙ্গীদের হামলায় অন্তত ১৮০ জন কেনীয় সেনা নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট এই তথ্য জানিয়েছেন। কেনিয়ার সেনাবাহিনী জানিয়েছে, নিহতের এই সংখ্যা সত্য নয়। কিন্তু তারাও প্রকৃত সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছে। খবর বিবিসির। আল-শাবাব দাবি করেছে, তারা প্রায় ১০০ কেনীয় সেনাকে হত্যা করেছে। যদি ১৮০ সেনাকে হত্যার ঘটনা সত্যি হয়ে থাকে তবে এক দশক আগে প্রতিষ্ঠিত জঙ্গী গোষ্ঠী আল-শাবাবের এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। এর আগে আল-শাবাব প্রাণঘাতী হামলাটি চালিয়েছিল ২০১৪ সালে। ওই বছরের এপ্রিলে কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গারিসা বিশ্ববিদ্যালয় কলেজে আল-শাবাবের দিনব্যাপী হামলার ওই ঘটনায় ১৪৮ জন নিহত হন। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামাদ দেশটির একটি টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে ১৮০ কেনিয়ান সেনা নিহত হওয়ার তথ্য প্রকাশ করেন। এল-এ্যাডে হামলা কেনিয়ার জন্য একটি বড় আঘাত। আর কেনিয়ার পক্ষ থেকে সোমালিয়ার প্রেসিডেন্টের দেয়া তথ্য প্রত্যাখ্যানের বিষয়টিতে অবাক হওয়ারও কিছু নেই। এত সংখ্যক সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করা হলে সোমালিয়ায় কেনিয়ান সেনা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন এবং বিরোধিতা দেখা দিতে পারে। এই আশঙ্কা থেকে কেনিয়ার সরকারও বিষয়টি স্বীকার করছে না। তবে সোমালিয়ার প্রেসিডেন্ট কেনীয় সেনা নিহতের এই পরিসংখ্যান কোথা থেকে পেয়েছেন তা পরিষ্কার নয়।
×