ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইরানে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ

প্রকাশিত: ০৩:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

ইরানে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ

ইরানে পার্লামেন্ট নির্বাচনে শুক্রবার দেশব্যাপী ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর পারমাণবিক চুক্তির পর পার্লামেন্টে রক্ষণশীলদের প্রাধান্য খর্ব এবং দেশের অভ্যন্তরীণ সংস্কার ত্বরান্বিত করার ক্ষেত্রে এ নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করা হচ্ছে। একই সঙ্গে দেশটির বিশেষজ্ঞ পরিষদেরও নির্বাচন অনুষ্ঠিত হয়। খবর এএফপির খবরে বলা হয়, এ নির্বাচনে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। স্থানীয় সময় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যা ছয়টায় ভোট গ্রহণ শেষ হয়। পার্লামেন্টের আসন সংখ্যা ২৯৯। মেয়াদ চার বছর। অন্যদিকে বিশেষজ্ঞ পরিষদের আসন সংখ্যা ৮৮। ধর্মীয় নেতাদের প্রভাবশালী এই কমিটির মেয়াদ আট বছর। তারাই দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করবেন। পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদÑ দুটিতেই বর্তমানে রক্ষণশীলদের আধিপত্য বজায় রয়েছে। এই নির্বাচনকে উদারপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানির রাজনৈতিক ও সামাজিক সংস্কারের প্রচেষ্টার ক্ষেত্রে একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। পরমাণু কর্মসূচি ইস্যুতে দেশটির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো উঠে যাওয়ার পর এবারের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হল।
×