ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাদ্দাম-গাদ্দাফির প্রশংসায় ট্রাম্প

প্রকাশিত: ০৩:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

সাদ্দাম-গাদ্দাফির প্রশংসায় ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির অগ্রগামী প্রার্থী ধনাঢ্য ডোনাল্ড ট্রাম্প দু’আরব একনায়ক সাদ্দাম হোসেন ও মুয়াম্মার গাদ্দাফির পরোক্ষ প্রশংসা করেছেন। তিনি বলেন, আমাদের ইরাকি শাসক সাদ্দাম ও লিবীয় লৌহমানব গাদ্দাফিকে ক্ষমতায় থাকতে দেয়া উচিত ছিল। এ দু নেতাই সাবেক রিপাবলিকান প্রশাসনগুলোর ঘোরতর শত্রু ছিলেন। খবর ওয়াশিংটন পোস্ট অনলাইনের। ট্রাম্প বলেন, যদি আমরা সাদ্দাম হোসেন এবং গাদ্দাফিকে ক্ষমতায় রাখতাম, তা হলে উভয় দেশই আরও স্থিতিশীল থাকত এবং সন্ত্রাসীরা ওইসব দেশের অংশ বিশেষ দখল করতে পারত না। ট্রাম্প বলেন, তারা খারাপ ছিলেন, আসলেই খারাপ ছিলেন, কিন্তু যদি রাজনীতিকরা যুদ্ধে না যেতেন তা হলে আমরা আরও ভাল থাকতাম। এটি রিপাবলিকান পার্টির অগ্রগামী প্রার্থীর এক গুরুত্বপূর্ণ মন্তব্য : রিপাবলিকান প্রেসিডেন্টদের নির্দেশে যুক্তরাষ্ট্র উভয় শাসকের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিয়েছিল। জর্জ ডাব্লিউ বুশের নির্দেশে ২০০৩ সালে ইরাক আক্রমণ করা হয় এবং পরে সাদ্দাম হোসেনের মৃত্যুদ- কার্যকর করা হয়। রোনাল্ড রিগ্যানের নির্দেশে ১৯৮৬ সালে লিবিয়ার ওপর মার্কিন বিমান হামলা চালানো হয়। এর আগে বার্লিনের এক ডিস্কো নৃত্যানুষ্ঠানে বোমা বিস্ফোরণ ঘটানোর সঙ্গে গাদ্দাফি শাসকগোষ্ঠী জড়িত বলে দেখানো হয়। ট্রাম্প বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিতর্কানুষ্ঠানে বেশিরভাগ সময়ই রিপাবলিকান প্রাইমারি ভোটের জন্য তার দু’শীর্ষ প্রতিদ্বন্দ্বী সিনেটর মার্কো রুবিত এবং সিনেটর টেড ক্রুজের অব্যাহত সমালোচনার শিকার হন। তাদের বাগ্্যুদ্ধ প্রায়ই ব্যক্তিগত আক্রমণে রূপ নেয়। তাদের ব্যক্তিগত অপমানজনক কথাবার্তা বৃহস্পতিবারের বিতর্কের দলীয় নীতিগত বিষয়গুলো অস্পষ্ট করে তোলে। সেই সময় ট্রাম্প মাঝে মধ্যে দলীয় রীতিনীতি লঙ্ঘন করেন। তিনি প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সমালোচনা করেন, প্ল্যানড প্যারেন্টহুডের প্রশংসা করেন এবং সরকারের সমর্থনপুষ্ট স্বাস্থ্যবীমার একধরনের বিভ্রান্তিকর প্রশংসাই করেন। ‘ট্রাম্প ইউনিভার্সিটি’-এর ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছে এমন অভিযোগ সম্পর্কিত মামলাগুলো নিয়ে ক্রুজ ট্রাম্পকে আঘাত করেন। ক্রুজ বলেন, আমি চাই আপনি ভাবুন, রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী প্রতারণা করেছিলেন কিনা তা নিয়ে তাকে আদালতে জেরা করা হচ্ছে। ট্রাম্প আগের মতোই জনমত জরিপের ফলাফল উল্লেখ করে এর জবাব দেন। তিনি বলেন, ক্রুজ অনেক রাজ্যেই তার পেছনে পড়ে রয়েছেন এবং এমনকি টেক্সাসের জনমত জরিপেও ক্রুজ বিপদে পড়তে পারেন বলে দেখা যায়। ক্রুজ বলেন, আপনি হিলারিকে হারাতে পারবেন না। তিনি ডেমোক্র্যাটিক পার্টির অগ্রগণ্য প্রার্থী হিলারি ক্লিনটনের প্রতি ইঙ্গিত করছিলেন। ট্রাম্প ক্রুজকে বলেন, যদি আমি তাকে হারাতে না পারি, তা হলে আপনি আসলেই খুন হবেন। এরপর ঠাট্টার সঙ্গে তাকে উৎসাহিত করে বলেন, লড়াই চালিয়ে যান। গ্র্যান্ড ওল্ড পার্টি (জিওপি) বা রিপাবলিকান পার্টির ১০টি বিতর্ক অনুষ্ঠানের পর ট্রাম্প বৃহস্পতিবার হিউস্টনে অগ্রগামী প্রার্থীর মতোই আচরণ লাভ করেন। রুবিও ও ক্রুজ একে একে ট্রাম্পকে এক দুর্বল ব্যবসায়ী এবং দ্বিধাগ্রস্ত রক্ষণশীল বলে আক্রমণ করেন। সিএনএনে সম্প্রচারিত বৃহস্পতিবার রাতের বিতর্ক গুরুত্বপূর্ণ সুপার টুইসডে নির্বাচনের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অনুষ্ঠিত হলো। ওই নির্বাচনে ৫৯৫ জন জিওপি কনভেনশন ডেলিগেটদের কে কোন পক্ষে তা নির্ধারণের জন্য ১১টি অঙ্গরাজ্যে রিপাবলিকানদের ভোট অনুষ্ঠিত হবে। ট্রাম্প বিরাটসংখ্যক মানুষকে সমবেত করে রিপাবলিকান পার্টিকে ঢেলে সাজাচ্ছেন বলে দাবি করেন।
×