ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি চলছে

প্রকাশিত: ০৮:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি চলছে

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের পাশাপাশি আগামী ২৮ মার্চ অনুষ্ঠেয় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আধুনিকতা ও ইতিহাস-ঐতিহ্যের প্রতিচ্ছবি রেখেই মঞ্চ সজ্জার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় প্রযুক্তিনির্ভর মঞ্চ স্থাপন বিষয়েও আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী মির্জা আজম এমপি। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সাহারা খাতুন এমপি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এসএম কামাল হোসেন, একেএম এনামুল হক শামীম, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক বাহাদুর বেপারী, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, জহির উদ্দিন মাহমুদ লিপ্টন, মশিউর রহমান হুমায়ুন এবং যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি বেলা একটায় ধানম-ি ৩/এ প্রিয়াকাং কমিউনিটি সেন্টারে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।
×