ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বক্তব্যের ব্যাখ্যা ফখরুলকে সোমবারের মধ্যে দিতে হবে

প্রকাশিত: ০৮:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

বক্তব্যের ব্যাখ্যা ফখরুলকে সোমবারের মধ্যে দিতে হবে

স্টাফ রিপোর্টার ॥ বিচার বিভাগ নিয়ে মন্তব্য করায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হলফনামায় সন্তুষ্ট নন আদালত। গণমাধমে প্রকাশিত বিভিন্ন ধরনের বক্তব্যের ব্যাখ্যা আগামী সোমবারের মধ্যে দিতে বলেছেন আপীল বিভাগ। অন্যদিকে নাশকতার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন স্থগিত করেননি আপীল বিভাগের চেম্বার বিচারপতির আদালত। এদিকে অর্থ পাচারের অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য বাতিলে হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছেন আপীল বিভাগ। বৃহস্পতিবার আপীল বিভাগ ও চেম্বার জজ আদালত এ আদেশগুলো প্রদান করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হলফনামায় সন্তুষ্ট নন আদালত। সোমবার আবারও ব্যাখ্যা দিতে হবে। বৃহস্পতিবার আপীল বিভাগের শুনানিতে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন মোঃ আসাদুজ্জামান, রুহুল কুদ্দুস কাজল ও সগীর হোসেন লিওন। জামিন বহাল ॥ নাশকতার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন স্থগিত করেননি আপীল বিভাগের চেম্বার বিচারপতির আদালত। রাষ্ট্রপক্ষের স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের ওপর বৃহস্পতিবার ‘নো অর্ডার’ আদেশ দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ফলে হাইকোর্টের দেয়া জামিনাদেশ বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে দুর্নীতির আরেকটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন বিবেচনাধীন থাকায় তিনি আপাতত মুক্তি পাচ্ছেন না। আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। এর আগে ১৫ ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ মির্জা আব্বাসকে জামিন দেন। মামলা চলবে ॥ অর্থ পাচারের অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য বাতিলে হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলায় দুই সাক্ষীকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপীল বিভাগ। ফলে নিম্ন (বিচারিক) আদালতে এ মামলা চলতে আর বাধা নেই। দুদকের করা এক আবেদনের নিষ্পত্তি করে বৃহস্পতিবার এই আদেশ দেন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপীল বিভাগ। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। অপরদিকে আসামি মামুনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
×