ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গণমাধ্যমকর্মীদের জন্য পৃথক নীতিমালা তৈরির পরিকল্পনা নেই ॥ ইনু

প্রকাশিত: ০৮:২৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

গণমাধ্যমকর্মীদের জন্য পৃথক নীতিমালা তৈরির পরিকল্পনা নেই ॥ ইনু

সংসদ রিপোর্টার ॥ গণমাধ্যমকর্মীদের জন্য পৃথক নীতিমালা করে জাতীয় প্রেসক্লাবের মাধ্যমে আইডি কার্ড প্রদানের কোন পরিকল্পনা বর্তমান সরকারের নেই। এছাড়া জাতীয় সম্প্রচার নীতিমালাতেই দেশী ও বিদেশী ছবি/অনুষ্ঠানে অশ্লীল দৃশ্য, হিংসাত্মক, সন্ত্রাসমূলক এবং দেশীয় সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থী কোন অনুষ্ঠান প্রচার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে- মর্মে সুষ্পষ্ট নির্দেশনা রয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে একাধিক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সংসদ সদস্য রহিম উল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশের অভ্যন্তরে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সুবিধা প্রদানের লক্ষ্যে ‘প্রেস এ্যাক্রিডিটেশন নীতিমালা’ প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালা বিধানের আলোকে ঢাকা ও ঢাকার বাইরে যে কোন বিভাগ অথবা জেলা হতে প্রকাশিত সরকারী মিডিয়া তালিকাভুক্ত পত্রিকাকে দৈনিক প্রচার সংখ্যার ওপর ভিত্তি করে এ্যাক্রিডিটেশন কার্ড প্রদান করা হয়ে থাকে।
×