ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ঝুলন্ত লাশ উদ্ধার, দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ০৮:০৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীতে ঝুলন্ত লাশ উদ্ধার,  দগ্ধ আরও একজনের  মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রামপুরায় বনশ্রী এলাকার একটি বাসা থেকে রবি ঘোষ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। নিউমার্কেট কাঁচাবাজারের ভাঙ্গারির দোকানে আগুনে দগ্ধ আরও এক কর্মচারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুইজনের মৃত্যু হলো। এছাড়া আদাবর এলাকা থেকে একটি পিকআপসহ খুনের আসামি ইসরাফিল হোসেন ওরফে রাজাকে (৩৩) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, রামপুরায় বনশ্রী এলাকার একটি বাসা থেকে রবি ঘোষ নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনেন তার বোন সোনালী ঘোষ। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহত রবি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। বোন সোনালী ঘোষের সঙ্গে তিনি রামপুরা বনশ্রীর ওই বাসায় থাকতেন। তিনি জানান, তার সহকর্মীরা জানিয়েছেন, কয়েক মাস আগে চাকরি ছেড়ে দেন রবি। এরপর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন। ওসি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে মঙ্গলবার রাতে নিউমার্কেট কাঁচাবাজারের একটি ভাঙ্গারি দোকানে আগুনে দগ্ধ শ্রমিক সোহাগের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খুনের আসামি গ্রেফতার ॥ রাজধানীর আদাবর এলাকা থেকে একটি পিকআপসহ খুনের আসামি ইসরাফিল হোসেনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। আদাবরের নবোদয় হাউজিং এলাকা থেকে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।
×