ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপে ভারতে খেলার অনুমতি পেল পাকিস্তান

প্রকাশিত: ০৬:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

টি২০ বিশ্বকাপে ভারতে খেলার অনুমতি পেল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৮ মার্চ ভারতে অনুষ্ঠিত হবে ষষ্ঠ টি২০ বিশ্বকাপ আসর। চলবে ৩ এপ্রিল পর্যন্ত। ভারতের মাটিতে পাকিস্তান দলের খেলা নিয়ে ছিল সংশয়। গুঞ্জন উঠেছিল বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে পাকরা। তবে সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন নাম প্রত্যাহারের কোন সম্ভাবনাই নেই এবং সরকারও টি২০ বিশ্বকাপ খেলার অনুমতি দিয়েছে। গত কয়েক বছর ধরেই ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় দ্বিপক্ষীয় সম্পর্কে চলছে টানাপোড়েন। মূলত চলমান কূটনৈতিক ও রাজনৈতিক সঙ্কট এবং অস্থিরতার প্রভাবেই কোন দ্বিপক্ষীয় ক্রিকেট হয় না এ দু’দলের মধ্যে। গত বছর দু’দলের মধ্যে একটি দ্বিপক্ষীয় সিরিজ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক সমস্যার প্রভাবে সেটা বাতিল হয়ে গেছে।
×