ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপে দুই মহিলা আম্পায়ার

প্রকাশিত: ০৬:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

টি২০ বিশ্বকাপে দুই মহিলা আম্পায়ার

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন টি২০ বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য ৩১ সদস্যের ম্যাচ অফিসিয়াল ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথমবারের মতো ২৪ জনের আম্পায়ার প্যানেলে ঠাঁই করে নিয়েছেন দুই মহিলা আম্পায়ার ক্যাথলিন ক্রস ও ক্লেয়ার পোলোস্যাক। কিন্তু এই প্যানেলে নেই কোন বাংলাদেশী আম্পায়ারের নাম। ম্যাচ অফিসিয়ালদের এই দলে রয়েছেন এলিট প্যানেলের ৭ ম্যাচ রেফারি ও ১২ এলিট প্যানেলভুক্ত আম্পায়ার। এবার ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপ শুরু হবে ৮ মার্চ। উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্বে থাকবেন পাকিস্তানী আম্পায়ার আলিম দার ও ইংলিশ আম্পায়ার ইয়ান গোল্ড। ৭ ম্যাচ রেফারি ও ২৪ আম্পায়ার ২৭ দিনব্যাপী এ টুর্নামেন্ট পরিচালনা করবেন। এর মধ্যে দুই মহিলা আম্পায়ার হিসেবে প্রথমবার কোন বৈশ্বিক টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন। ইতিহাস গড়ার অপেক্ষায় এ সুযোগ পেয়েছেন নিউজিল্যান্ডের ক্যাথলিন ক্রস ও অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোস্যাক। ১৬ মার্চ চেন্নাইয়ে বাংলাদেশ ও পাকিস্তান মহিলা দলের টি২০ ম্যাচে ক্যাথলিন থাকবেন ভারতের অনিল চৌধুরীরর সঙ্গে ফিল্ড আম্পায়ার হিসেবে। আর সঙ্গে সঙ্গেই নতুন ইতিহাস গড়বেন ক্যাথলিন। দু’দিন পরই ক্যাথলিনের গড়া নতুন অধ্যায়ে নিজের নাম লেখাবেন পোলোস্যাক। মোহালিতে নিউজিল্যান্ড-আয়ারল্যান্ডের মধ্যকার মহিলা টি২০ বিশ্বকাপ ম্যাচটি তিনি পরিচালনা করবেন ভারতের ভিনিত কুলকার্নির সঙ্গে। ক্যাথলিন এর আগেও বিশ্বকাপ মহিলা বাছাইয়ে আম্পায়ারিং করেছেন। তিনিই প্রথম মহিলা আম্পায়ার হিসেবে আইসিসির প্যানেলভুক্ত হন ২০১৪ সালে।
×