ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কবিতা সে তো স্পর্শকাতর

প্রকাশিত: ০৬:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

কবিতা সে তো স্পর্শকাতর

প্রকৃতির শান্ত নিটোল পরিবেশে একটু চোখ বুজলেই ভিড় করে হাজারো স্মৃতি। সে স্মৃতি কখনও মজার কখনও বা বেদনাদায়ক। এক কথায় বলা যায় স্পর্শকাতর। আর এমনই নস্টালজিক কিছু বিষয় নিয়ে কবি সাইফুল ইসলাম চৌধুরীর কবিতার বই ‘স্মৃতি সে তো স্পর্শকাতর’। বইয়ের কবিতাগুলো পড়লে পাঠকের মনে এক ধরনের স্নিগ্ধতা কাজ করবে। আমার অনুভব, তোমাকে নিয়ে, আপেক্ষিক কবিতাগুলো যেমন মন রাঙিয়ে যাবে তেমনি আক্ষেপ, প্রশ্নের তালিকা। আয়না ও আমি, তোমার অপেক্ষায় কবিতাগুলো মন কে ভাবিয়ে তুলবে। এ ছাড়াও সুখী মেয়ে, ভালবাসার ট্রেন, প্রিয়তমাকে নিয়ে ঋতু পরিক্রমা। ২৫-এর মধ্যরাত, প্রশ্ন, বৃষ্টির আকাক্সক্ষা, মুহূর্তের পোস্টমর্টেম, কল্পকথার দিনলিপি কবিতাগুলো পাঠকের মনের খোরাক যোগাবে আশা করছি। সাউন্ড বাংলা থেকে প্রকাশিত কবিতার বইটি বইমেলার ৫৯২ নং স্টলে শোভা পাচ্ছে।
×