ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৬:২৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

ফ্যাশন সংবাদ

ওমেন্স ওয়ার্ল্ড ওমেন্স ওয়ার্ল্ড বাংলাদেশের সৌন্দর্য শিল্পে নেতৃত্ব প্রধানকারী একটি প্রতিষ্ঠান। ওমেন্স ওয়ার্ল্ড আধুনিক পুরুষের স্কিনকে প্রধান্য দিয়ে ঋৎধমৎধহপব চবৎভঁসব, ঘঐ৬৯ যাত্রা শুরু করেছে। বাংলাদেশের জনপ্রিয় ও নির্ভরশীল খেলোয়ার নাসির হোসেনের ংরমহধঃঁৎব প্রোডাক্ট এটি। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর নিকুঞ্জের হোটেল লা মেরিডিয়ান ঢাকায় জাক-জমকপূর্ণ এক অনুষ্ঠানে এই সুগন্ধীর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও নাসির হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, ‘এনএইচ ৬৯’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সাব্বির রহম§ন এছাড়াও ওমেন্স ওয়ার্ল্ড বাংলাদেশের প্রধান নির্বাহী ফাহাদ আলম রাদ এবং ব্যবস্থাপনা পরিচালক কনা আলমও উপস্থিত ছিলেন। ইন্ডিগো এসেছে বসন্ত ঋতু। ফ্যাশন হাউসগুলোতে লেগেছে বসন্ত’র হাওয়া। বসন্ত ঋতুকে সামনে রেখে ফ্যাশন হাউস ইন্ডিগো নিয়ে এসেছে বাহারি ডিজাইনের পোশাক। ইন্ডিগো বসন্ত ঋতু উপলক্ষে ফ্যাশন সচেতনদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক এনেছে। নতুন সবগুলো পোশাক পাওয়া যাবে, শ ১৫/৪ মধ্যবাড্ডা, প্রগতি স্বরণী, ঢাকা ১২০০। মুঠোফোন : ০১৬২৬ ২৭১ ৮৮৮। কুটুমবাড়ি রাজধানির পান্থপথে কুটুমবাড়ি রেস্তোরার দ্বিতীয় শাখার যাত্রা শুরু হয়েছে। ঢাকায় গ্রামীন পরিবেশে ভোজন বিলাসিদের জন্য ১০ ফেব্রুয়ারী বুধবার চালু হয়েছে কুটুমবাড়ি। ঢাকাবাসীর প্রিয় রেস্তোরা কুটুমবাড়িতে পাওয়া যাচ্ছে নতুন নতুন স্বাধের খাবার। ইরানী বিরিয়ানী, ইরানী মোরগ পোলাও ও দিল্লিকা খিচুড়ী ছাড়াও সকাল, দুপুর ও রাতে ভিন্ন ভিন্ন প্যাকেজের খাবার পাওয়া যাবে। দেশী কিংবা বিদেশী যে কোন মজার খাবারের স্বাধ নিতে প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন কুটুমবাড়ি থেকে। বিস্তারিত জানতে ০১৮৮২৪০০৩৫০। কারুপল্লী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পরিচালিত হস্থ ও কুটির শিল্পের প্রতিষ্ঠান কারুপল্লী এনেছে নতুন নকশার পোশাক। এসব পোশাকের মধ্যে আছে শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, পাঞ্জাবি ও শিশুদের পোশাক। দেশীয় তাঁতের কাপড়ে এসব পোশাকের নকশা করা হয়েছে বিভিন্ন হাতের কাজ ও প্রিন্টের মাধ্যমে। কারুপল্লীর বিক্রয় কেন্দ্র আছে কারওয়ান বাজারের পল্লী ভনের নিচতলায়। সানন্দা জুয়েলার্স ‘সানন্দা জুয়েলার্স’ ডায়মন্ডের উপর ৩০% আকর্শনীয় ডিসকাউন্ট দিচ্ছে। এখানে আকর্শনীয় ডিজাইনের ডায়মন্ড জুয়েলারীর মধ্যে নেকলেস সেট, ফিংগার রিং, চুড়ি, ব্যঙ্গল, লকেট সেট, নোস পিন, লকেট কম মূল্যে পাওয়া যাবে। এই অফার চলবে আগামী ১ ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারী ২০১৬ পর্যন্ত। সানন্দা জুয়েলার্স ২১শে ফেব্রুয়ারী আর ভালবাসা দিবস এর জন্য বেশকিছু নতুন ডিজাইনের অলংকার এনেছে। সানন্দা জুয়ের্লাসের বায়তুল মোকাররম ও নিউ মার্কেট ছাড়া কোন শাখা নেই। শাখা গুলো হচ্ছেঃ বায়তুল মোকাররম (নীচ তলা) শো-রুম-৪৯-৫০ ঢাকা-১০০০ এবং ঢাকা নিউ মার্কেট, শো-রুম-২৩৪-২৩৫ । যোগাযোগঃ ২২৮, ২২৯ ঢাকা নিউ মার্কেট, ঢাকা-১২০৫। ফোন- ০২-৯৬১১০৭২, ০২-৯৬১১০৭৩। টপটেন সম্প্রতি নগরীর অভিজাত এলাকা গুলশান-২ নম্বরের নর্থ কমার্শিয়াল এরিয়ায় উদ্বোধন করা হয় টপটেন এ্যান্ড ট্রেইলার্সের ১৫তম শোরুম। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি উদ্বোধন করেন জনপ্রিয় তারকা মডেল নোবেল। এ সময় উপস্থিত ছিলেন টপটেনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সৈয়দ হোসেন, পরিচালক মোঃ আউয়াল হোসেন ও মোঃ উজ্জ্বল, জেনারেল ম্যানেজার শফিকুল ইসলামসহ আরও অনেকে। গুলশানের নতুন এ শাখায় পাওয়া যাবে ক্রেতাদের পছন্দের বিশ্বসেরা বিভিন্ন ব্র্যান্ড রেমন্ড, অরবিন্দ, রিড এ্যান্ড টেইলর, মন্টি, সক্টাস, এভারফ্রেস, লিলেন ইত্যাদির পিস কাপড় ও থান কাপড়। আধুনিক ফ্যাশনেবল শার্ট, প্যান্ট, ব্লেজার, স্যুটসহ সব রকম মানানসই পোশাক তৈরির সুযোগও রয়েছে প্রতিষ্ঠানটিতে। যোগাযোগ : ১৬০, ভবন মার্কেট, গুলশান-২. ঢাকা। ফোন : ৯৬১১৫৬৯
×