ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাল্কা ঠাণ্ডায় হাফ হাতা সোয়েটার

প্রকাশিত: ০৬:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

হাল্কা ঠাণ্ডায়  হাফ হাতা সোয়েটার

শীতের ঋতুর বিদায়ী সময় ফাল্গুন মাসের প্রথমে হাল্কা শীতের আক্রমণে হাফ-হাতা (হাতা কাটা) সোয়েটার অত্যাবশকীয়। হোক ছেলেমেয়ে বা নারী-পুরুষ, ছোট-বড় সবার জন্যে একটা আরামদায় মাপমতো হাফ সোয়েটার। সেই (হাতা কাটা) হাফ-হাতা সোয়েটারটি হওয়া চাই রুচিশীল ও ফ্যাশনেবল। অতিরিক্ত চাপা বা ডিলেঢালা পোশাক অত্যন্ত বেমানান। ফ্যাশনেবল বা স্টাইলিস্ট হাফ-হাতা সোয়েটার তরুণ-তরুণীদের বেলায় ব্যবহারে ও কেনা-কাটায় সতর্ক থাকতে হবে। কারণ রঙ ও নতুন ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে পরা চাই। আজকাল বাজারে নিত্যনতুন হাফ-হাতা সোয়েটার পাওয়া যাচ্ছে। ছেলেদের সোয়েটার যেমন স্টাইলিস্ট পাওয়া যাচ্ছে নতুন ধরনের, মেয়েদের জন্যে রয়েছে নানা ফ্যাশনেবল, রঙ ও কারুকাজের সোয়েটার। যুগোপযোগী পোশাক যে কেবল যুবক-যুবতী পরবে তা নয়। সম্ভব হলে বয়স্করা এবং শিশুদের জন্যেও নতুন ফ্যাশনেবল পোশাক, হাফ-হাতা সোয়েটার। পরিধেয় পোশাকের সঙ্গে পরে নিন বা কিনে নিন সোয়েটারটি। যদি সব পোশাকের সঙ্গে কেনা সম্ভব না হয় তাহলে নির্দিষ্ট কিছু পছন্দের পোশাকের সঙ্গে মিলিয়ে ২/৩টি কিনে পরতে থাকুন। তবে মনে রাখবেন কালো, নেভি-ব্লু, সাদা ও ক্রিম কালার বেশিরভাগ পোশাকের সঙ্গে মানিয়ে যায়। অনেকেই এই পোশাকটাকে হাফ-হাতা সোয়েটার বলে থাকে আবার অনেকে হাতা-কাটা সোয়েটার বলে থাকে। তরুণ-তরুণীরা জমকালো রঙের বাহারি ডিজাইনের পরতে পারেন পরিধেয় জমকালো জামা-জুতার সঙ্গে মিলিয়ে। মধ্য বয়সী বা প্রৌঢ়রা পরিধেয় ড্রেসের সঙ্গে হাল্কা বেগুনী, গাঢ় বেগুনী, সবুজ, পেস্ট কালার, ফিরুজা ও সাদা পরতে পারেন। এদের জন্যে হাল্কা যেকোন রঙ মানিয়ে যায়। তবে গাঢ় রঙের পরার সময় খেয়াল রাখতে হবে পরিধেয় কাপড়ে ঐ রঙটা আছে কিনা। বৃদ্ধা-বৃদ্ধদের জন্যে চাই গাঢ় রঙ। তাতে বেশ সুন্দর মানায়। তবে বৃদ্ধদের কাছে এই পোশাক প্রায়ই অপছন্দের। যারা পছন্দ করেন তাদের জন্যে চাই গাঢ় রঙ। আপনি যখন আপনার বৃদ্ধ আত্মীয়কে সোয়েটার পরাবেন, খেয়াল রাখবেন সেটার রঙের সঙ্গে যেন তার পরিধের কাপড়ের কম্বিনেশন ঠিক থাকে। তাতে পরিবেশটা সুন্দর দেখায়, রুচিশীল মনে হয়। নানা ধরনের ডিজাইনের এই স্টাইলিস্ট সোয়েটার সবার কাছে প্রিয় ও গ্রহণযোগ্য। রাজধানীর ইস্টার্ন প্লাজা, পীর ইয়ামেনী মার্কেট, রাজলক্ষ্মী, মেট্রো শপিং মল, আয়েশা কমপ্লেক্স, বসুন্ধরার লেবেল ১ ও ২ এ রিচম্যান, ডেনিম ও এট্টাসিসহ এলিফ্যান্ট রোডের পপি ডিপার্টমেন্টাল স্টোরে পাবেন সব ব্র্যান্ডের সোয়েটার। এছাড়া বেইলি রোডের নাভানা টাওয়ারে ‘বেস্ট আই’ শোরুমে পুরুষদের সব সোয়েটার, শীত পোশাক পাবেন। গ্রীন রোডের ব্যবসায়ী হামিদুর রহমান জানান, তরুণদের স্টাইপ হাতা-কাটা সোয়েটারের চাহিদা বেশি। মেয়েদের নকশা করা সোয়েটারের চাহিদা বেশি। তবে স্টাইলিস্ট পোশাক চেনাজানা দোকান, শো-রুম ও নামকরা শো-রুম থেকে নিলে ঠকবেন না। দামটা একটু বেশি পড়লেও আরামদায়ক স্টাইলিস্ট পোশাক আপনার জীবনযাত্রায় ভাল ভূমিকা রাখবে। এসব সোয়েটার পোশাকের সঙ্গে মিলিয়ে ডোরাকাটা (স্ট্রাইপ), ছোট ছোট প্রিন্ট। ৮০-র দর্শকেও এসব সোয়েটার কেবল এক রঙাই ব্যবহৃত হতো। যুগের সঙ্গে তাল মিলিয়ে ছোট চেক, বড় চেক বা হাতা বা গলায় ভিন্ন রঙ বা স্ট্রাইপ থাকে। অনেকে ফিল্মে ব্যবহৃত চলতি ফ্যাশনের স্ট্রাইলিস্ট সোয়েটার ব্যবহার করে থাকে। আজকাল মহিলারাও শাড়ির সঙ্গে হাতা-কাটা সোয়েটার পরে থাকেন যা পার্টি সাজসজ্জার অঙ্গ। ছবি : মানস সেন মডেল : সেলিম ও রাসেল পোশাক : ব্যাঙ
×