ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৮ বিলিয়ন ডলার ছাড়াল

প্রকাশিত: ০৫:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

 বৈদেশিক মুদ্রার  রিজার্ভ ২৮ বিলিয়ন ডলার ছাড়াল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার প্রথমবার রিজার্ভ ২ হাজার ৮০০ কোটি (২৮ বিলিয়ন) ডলার অতিক্রম করেছে। বাংলাদেশের ইতিহাসে যা এ যাবতকালের সর্বোচ্চ। এর আগে গত ২৯ অক্টোবর রিজার্ভ প্রথমবার ২৭ বিলিয়নের ঘর অতিক্রম করেছিল। বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। রিজার্ভের দিক দিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের পরই বাংলাদেশের অবস্থান, যা পাকিস্তানের তুলনায় প্রায় দ্বিগুণ। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রফতানি আয়ে ভাল প্রবৃদ্ধি রিজার্ভ বৃদ্ধিতে সহায়তা করেছে। আন্তর্জাতিক মানদ- অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশী মুদ্রার মজুদ থাকতে হয়। বাংলাদেশের আমদানির বর্তমান গতিধারা বলছে, এই রিজার্ভ দিয়ে অন্তত সাত মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, ২০০৯ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল মাত্র ১০ বিলিয়ন ডলার। ২০১২ সালের ১৮ অক্টোবর রিজার্ভ ১২ বিলিয়নের ঘর অতিক্রম করে। ২০১৩ সালের জানুয়ারিতে ১৩ বিলিয়নে পৌঁছায়। ৫ মার্চ তা ১৪ বিলিয়ন, ৭ মে ১৫ বিলিয়ন, ১৩ আগস্ট ১৬ বিলিয়ন, ২২ অক্টোবর ১৭ বিলিয়ন ও ১৯ ডিসেম্বর ১৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। ২০১৪ সালের ১০ এপ্রিল তা ২০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। এরপর একই বছরের ১৬ এপ্রিল তা ২১ বিলিয়ন ও ৭ আগস্ট ২২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রিজার্ভ প্রথমবারের মতো ২৩ বিলিয়ন ডলার, ২৯ এপ্রিল ২৪ বিলিয়ন, একই বছরের ২৫ জুন ২৫ বিলিয়ন এবং ১৭ আগস্ট ২৬ বিলিয়নের ঘর অতিক্রম করে।
×