ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টিকেট নিয়ে বাগবিতণ্ডা

ময়নামতি জাদুঘরে হামলা-ভাংচুর ॥ আনসারসহ আহত ১৫

প্রকাশিত: ০৫:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

ময়নামতি জাদুঘরে  হামলা-ভাংচুর ॥ আনসারসহ  আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৫ ফেব্রুয়ারি ॥ ময়নামতি জাদুঘরে প্রবেশের টিকেট নিয়ে বাগ্্বিত-ার জের ধরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে। এ সময় ব্যাটালিয়ন আনসার সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলার কোটবাড়ি এলাকার ময়নামতি জাদুঘরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ-র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার মোহাম্মদপুরের ন্যাশনাল মডেল ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা ৫টি বাসযোগে প্রায় ৩শ’ জন শিক্ষাসফরের উদ্দেশে বৃহস্পতিবার কুমিল্লায় আসে। তারা প্রথমে ময়নামতি এলাকার ওয়ার সিমেট্রি পরিদর্শন শেষে বিকেল ৩টার দিকে প্রতœতত্ত্বের নিদর্শন ময়নামতি জাদুঘরে যান। সেখানে টিকেট কাউন্টার দিয়ে প্রবেশের সময় জাদুঘরের কর্তব্যরত কর্মচারীরা সকলকে টিকেট দেখানোর জন্য বলে এবং সারিবদ্ধভাবে জাদুঘরে প্রবেশের জন্য নির্দেশনা দেয়। এ নিয়ে জাদুঘর কর্মচারীদের সঙ্গে সফরে আসা শিক্ষক-শিক্ষার্থীরা বাগ্্বিত-ায় জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে টিকেট কাউন্টারে হামলা চালিয়ে কাউন্টারের দরজা, জানালা ও চেয়ার ভাংচুর করে। এ সময় জাদুঘরের নিরাপত্তাকর্মী আনসারের ব্যাটালিয়ন সদস্যরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আনসার সদস্য রায়হান (৩৫), রোকন (২৮), জাদুঘরের টিকেট কাউন্টারের সহকারী নুরু মিয়া (৫০) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের ১০ম ব্যাচের ছাত্র মেহেদী হাসানসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত আনসার সদস্য রায়হানকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় জাদুঘর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এলাকার লোকজন ওই ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের জাদুঘরের ভেতরে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×