ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ আর নেই

প্রকাশিত: ০৫:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

সাবেক সমাজকল্যাণ  মন্ত্রী এনামুল হক  মোস্তফা শহীদ  আর নেই

জনকণ্ঠ ডেস্ক ॥ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, একুশে পদকে ভূষিত প্রবীণ রাজনীতিবিদ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ৬ বারের নির্বাচিত এমপি ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হবিগঞ্জ জেলাসহ গোটা সিলেট বিভাগে শোকের ছায়া নেমে আসে। এই সাবেক মন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রী ও স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। খবর বাসস’র। বিকেলে মরহুমের প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনের পশ্চিম প্লাজায় অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়। আজ সকাল ১০টায় মরহুমের মরদেহ হেলিকপ্টারযোগে তাঁর নির্বাচনী এলাকা হবিগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে সকাল ১০টা ৩০ মিনিটে হবিগঞ্জ, দুপুর ২টায় মাধবপুরে এবং বিকেল ৪টায় চুনারুঘাটে তাঁর পরবর্তী জানাজা অনুষ্ঠিত হবে। তিনি ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০১৪ সালের ১৪ মার্চ পর্যন্ত সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এনামুল হক মোস্তফা শহীদ ১৯৩৮ সালের ২৮ মার্চ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কুটিরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ এর প্রাদেশিক নির্বাচন, ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ এর জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-চুনারুঘাট আসনে আওয়ামী লীগ প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তাঁর মৃত্যুতে ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিন ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রমুখ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতির শোক ॥ এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এনামুল হক মোস্তফা শহীদের মৃত্যুতে জাতির এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি বলেন, ‘দেশে রাজনীতিতে তার অবদানের জন্য দেশের মানুষের কাছে তিনি শ্রদ্ধার সঙ্গে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’ প্রধানমন্ত্রীর শোক ॥ এক শোক বার্তায় জাতীয় রাজনীতিতে তাঁর অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রবীণ এই আইনপ্রণেতা চা বাগান শ্রমিকদের অত্যন্ত প্রিয়নেতা ছিলেন। প্রধানমন্ত্রী স্বাধীনতা যুদ্ধের সংগঠক হিসেবে তার অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, এই নিবেদিতপ্রাণ ও দেশপ্রেমিক নেতার মৃত্যু দল ও দেশের জন্য বিরাট ক্ষতি। প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে হবিগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা জানান, মন্ত্রী মোস্তফা শহীদের মরদেহ আজ শুক্রবার হবিগঞ্জ শহরে পৌঁছবে। এদিন তার ১ম জানাজা সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, ২য় জানাজা বাদ জুমা মাধবপুরে, ৩য় জানাজা বিকেল ৪টায় চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠ এবং ৪র্থ জানাজা বাদ আছর নিজ বাড়ি জেলার শায়েস্তাগঞ্জ কুটিরগাঁও গ্রামে অনুষ্ঠিত হবে। এদিকে মন্ত্রী শহীদের মৃত্যুতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এ্যাডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি এ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের এমপি এ্যাডভোকেট মাহবুব আলী, হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুমিন চৌধুরী বাবু, হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়াসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
×