ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

মহিলা সমিতি মঞ্চের নবযাত্রা ভাঙ্গাগড়া নাট্যোৎসব দিয়ে

প্রকাশিত: ০৫:৩১, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

মহিলা সমিতি মঞ্চের নবযাত্রা ভাঙ্গাগড়া নাট্যোৎসব দিয়ে

স্টাফ রিপোর্টার ॥ ১৯৭৩ সালের কথা। সদ্য স্বাধীন দেশে সৃষ্টির তাড়নায় এক আঙ্গিনায় শামিল হয়েছিলেন নাট্যশিল্পীরা। নাটক সরণি হিসেবে পরিচিত হওয়া বেইলী রোডের বাংলাদেশ মহিলা সমিতির মঞ্চে শুরু হয় নিয়মিত নাট্য প্রদর্শনী। এর মাধ্যমে দেশের নাট্যচর্চার পাশাপাশি সূচনা হয় দর্শনীর বিনিময়ে নাটক মঞ্চায়নের গৌরবময় ইতিহাস। সেই সূত্রে রাজধানীসহ সারাদেশে গড়ে ওঠে পেশাদার নাট্যদল। মাঝে ২০১১ সালে সংস্কারের কাজে এই মঞ্চটিতে বন্ধ থাকে নাটকের প্রদর্শনী। আধুনিকায়নের কাজ শেষে আবার চালু হচ্ছে মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন। রবিবার থেকে মাসব্যাপী ভাঙ্গা-গড়া নাট্যোৎসবের মাধ্যমে শুরু হচ্ছে নবনির্মিত এই মঞ্চটির নবযাত্রা। ‘মঞ্চে নাটক দেখুন, ঐতিহাসিক মহিলা সমিতি মঞ্চে আসুন’ সেøাগানে উৎসবের আয়োজন করছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। এ উৎসবের মাধ্যমে মঞ্চটিতে আবারও শুরু হচ্ছে নিয়মিত নাটক মঞ্চায়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ মহিলা সমিতি ভবনের উদ্বোধন করবেন। পরদিন রবিবার সন্ধ্যা ৬টায় ভাঙ্গা-গড়া নাট্যোৎসবের উদ্বোধনী আনুষ্ঠানিকতার মাধ্যমে পুনরায় মঞ্চটিতে শুরু হবে নিয়মিত নাটকের প্রদর্শনী। বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে মাসব্যাপী উৎসবের বিস্তারিত তুলে ধরেন উৎসবের আহ্বায়ক ও ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। সভাপতিত্ব করেন ফেডারেশনের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় উপস্থিত ছিলেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার ও ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কামরুন নূর চৌধুরী, আহম্মেদ গিয়াস, মাসুদ আলম বাবু, হাফিজুর রহমান সুরুজ প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার সন্ধ্যায় মাসব্যাপী ভাঙ্গা-গড়া নাট্যোৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেনÑ নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ, সারা যাকের, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, মহিলা সমিতির সভানেত্রী সিতারা আহসানউল্লাহ ও সাধারণ সম্পাদক তানিয়া বাখ্ত। স্বাগত বক্তব্য রাখবেন উৎসবের আহ্বায়ক আকতারুজ্জামান। শিশু একাডেমিতে মাতৃভাষা দিবসের অনুষ্ঠান ॥ বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে বৃহস্পতিবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমি মিলনায়তনের বারান্দায় দুপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বাংলা বর্ণ লেখা প্রতিযোগিতা এবং মিলনায়তনে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক, রবীন্দ্র গবেষক ও লেখক আহমদ রফিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা একাডেমির পরিচালক মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। প্রধান অতিথি বলেন, ভাষা আন্দোলন আমাদের গৌরব। ভাষা আন্দোলন আমাদের যে কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে অনুপ্রেরণা দেয়। শিশুর ওপর সকল নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী হতে তিনি সকলকে আহ্বান জানান। স্মৃতিকণার স্মৃতিকথা বইয়ের প্রকাশনা উৎসব ॥ অমর একুশে গ্রন্থমেলায় এসেছে বনশ্রী বিশ্বাস স্মৃতিকথার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘স্মৃতিকণার স্মৃতিকথা’। বৃহস্পতিবার বাংলা একাডেমির শামসুর রাহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয় বইটির প্রকাশনা উৎসব। সংস্কৃতি সমন্বয় কেন্দ্র বাংলাদেশ আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ কবি আসাদা চৌধুরী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সাবেক ডিআইজি (প্রিজন) শামসুল হায়দার, অধ্যাপক মেজবাহ কামাল, গণমাধ্যম ব্যক্তিত্ব সুভাষ সিংহ রায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা প্রমুখ। অতিথিরা লেখিকাকে স্নেহাশীষ জানিয়ে বলেন, একজন মানুষের আত্মজীবনীমূলক গ্রন্থে তার জীবন সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়। এ বইটিতেও তার ব্যতিক্রম হয়নি। লেখিকা নিজের জীবনের নানা অধ্যায় চমৎকার লেখনীর মধ্য দিয়ে তুলে ধরেছেন। টেরেকোটা ক্রিয়েটিভ্্স থেকে প্রকাশিত বইটি সম্পাদনা করেছেন জান্নাত-এ-ফেরদৌসী।
×