ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে চার শিশু হত্যায় জড়িত অটো মালিক বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশিত: ০৫:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

হবিগঞ্জে চার শিশু হত্যায় জড়িত অটো মালিক  বন্দুকযুদ্ধে নিহত

লাশ দাফনে বাধা, বিক্ষোভ ॥ র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে চার স্কুলছাত্র অপহরণ ও হত্যা মামলার অন্যতম আসামি সিএনজি অটোরিক্সা চালক নিহত বাচ্চু মিয়ার লাশ দাফনে বাধা দিয়ে বৃহস্পতিবার দুপুরে সুন্দ্রাটিকি গ্রামে প্রতিবাদ বিক্ষোভ করেছে উত্তেজিত জনতা। পুলিশ জানায়, ওই দিন ভোরে জেলার চুনারুঘাট উপজেলাধীন দেওরগাছ নামকস্থানে বাচ্চুর নিহত ও পরবর্তীতে তার লাশ একই গ্রামে দাফনের খবরে জনতার মাঝে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এক পর্যায়ে উত্তেজিত জনতা এই গ্রামে জড়ো হয়ে বাচ্চুর লাশ এই গ্রামে ঠাঁই নাই ঠাঁই নাই, জানতে চাই জানতে চাই বাচ্চুর সাথে কারা দেখা করল, হদিস চাই হদিস চাই বলে দিতে থাকে মুহুর্মুহু সেøাগান। খবর পেয়ে বেলা সোয়া একটার দিকে পুলিশ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় তারা উত্তেজিত জনতাকে বুঝিয়ে বাচ্চুর নিজ জমিতে লাশ দাফনের ব্যবস্থায় রাজি করান। এদিকে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ নির্মূলেন্দু চক্রবর্তী মিডিয়া কর্মীদের জানিয়েছেন, বাচ্চু নিহতের ঘটনায় বৃহস্পতিবার ২ টি মামলা দায়ের করেছে র‌্যাব-৯। র‌্যাবের ডিএডি মিজানুর রহমান বাদী হয়ে একটি হত্যা এবং জেসিও আমিনুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে আরও একটি মামলা করেন। মামলাগুলোতে আসামি হিসেবে অজ্ঞাতনামা ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়। তিনি জানান, একই দিন সন্ধ্যায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বাচ্চুর লাশ তার মা আয়েশা খাতুনের কাছে হস্তান্তর করা হয়।
×