ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনালে রাদওয়ানস্কা

প্রকাশিত: ০৪:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

কোয়ার্টার ফাইনালে রাদওয়ানস্কা

স্পোর্টস রিপোর্টার ॥ কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। বুধবার তৃতীয় পর্বে রোমানিয়ার মনিকা নিকোলেস্কোকে হারিয়ে টুর্নামেন্টের শেষ আটের টিকেট নিশ্চিত করেন তিনি। পোল্যান্ডের এই টেনিস তারকা ছাড়াও কাতার ওপেনের পরের রাউন্ডে জায়গা করে নিয়েছেন স্পেনের গারবিন মুগুরুজা, কার্লা সুয়ারেজ নাভারো এবং ইতালির রবার্টা ভিঞ্চি। তবে তৃতীয় পর্ব থেকেই বিদায় নিয়েছেন কানাডার তরুণ প্রতিভাবান তারকা ইউজেনি বাউচার্ড, চেকপ্রজাতন্ত্রের পঞ্চম বাছাই পেত্রা কেভিতোভা এবং ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। টুর্নামেন্টের তৃতীয় বাছাই হিসেবে বুধবার কোর্টে নেমেছিলেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। প্রতিপক্ষ ছিলেন রোমানিয়ার মনিকা নিকোলেস্কো। শেষ পর্যন্ত কর্ষ্টাজিত জয় পেয়ে কাতার ওপেনের তৃতীয় পর্বে জায়গা করে নেন রাদওয়ানস্কা। এমন জয়ে পরের রাউন্ডের টিকেট নিশ্চিত করতে পেরে সন্তুষ্ট প্রকাশ করেছেন পোলিশ তারকা। এ বিষয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রাদওয়ানস্কা বলেন, ‘ম্যাচটা যে সহজ ছিল না তা নিশ্চিত করেই বলা যায়। প্রতিপক্ষ হিসেবে সে খুবই কঠিন ছিল। তার বিপক্ষে জিততে আমার সেরাটাই খেলতে হয়েছে। তারপরও দুই সেটে ম্যাচটা জিতে আমি খুবই আনন্দিত।’ গত সপ্তাহে শেষ হয় দুবাই ওপেন। যেখানে টুর্নামেন্টের শীর্ষ আট বাছাই বিদায় নিয়েছে আগেই। এবার কাতার ওপেনেও কোয়ার্টার ফাইনালের আগে ছিটকে পড়েছে টুর্নামেন্টের শীর্ষ তিন বাছাই। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন লুসি সাফারোভা এবং দ্বিতীয় বাছাই সিমোনা হ্যালেপ প্রথম দুই দিনেই বিদায় দেখেছেন। শুধু তাই নয়, মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ী এ্যাঞ্জেলিক কারবারও বিদায় নিয়েছেন দ্বিতীয় পর্ব থেকে। এবার ফেবারিট হিসেবে এখনও ঠিকে রয়েছেন রাদওয়ানস্কা। পোলিশ তারকা পারবেন কী শেষ পর্যন্ত নিজের সেরাটা ঢেলে দিতে? না কি শীর্ষ বাছাইদের মতোই আগেই ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে তার। এমন কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল তাকে। এ বিষয়ে রাদওয়ানস্কা বলেন, ‘এ রকম চমকপ্রদ ফলাফল আমরা প্রায় সব টুর্নামেন্টেই দেখতে পাই। আগের টুর্নামেন্টগুলো থেকেই শীর্ষসারির খেলোয়াড়রা শুরু থেকেই বিদায় ছিটকে পড়ছে। এখন অনেক নতুন নতুন খেলোয়াড়দের উঠে আসতে দেখা যাচ্ছে। এমনকি তারা খুবই ভাল পারফর্ম উপহার দিচ্ছে। আমি মনে করি সব ম্যাচই এখন কঠিন হচ্ছে।’ দুইবারের উইম্বল্ডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা। কাতার ওপেনের পঞ্চম বাছাই। বুধবার হেরে ছিটকে পড়াদের একজন। তাও আবার বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৭৮তম অবস্থানে থাকা অখ্যাত জেলেনা স্ট্যাপেঙ্কোর কাছে হেরে। পেত্রা কেভিতোভাকে এদিন ৭-৫, ২-৬ এবং ১-৬ গেমের কঠিন লড়াইয়ে পরাজিত করে শেষ আটে জায়গা করে নেন স্ট্যাপেঙ্কো। কেভিতোভার মতো তারকাকে হারিয়ে দারুণ রোমাঞ্চিত লাটভিয়ার স্ট্যাপেঙ্কো। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা সত্যিই অসাধারণ এক জয় এবং আমি খুবই আনন্দিত।’ এছাড়া কাতার ওপেনে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছেন র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ তারকা ক্যারোলিন ওজনিয়াকি এবং ইউজেনি বাউচার্ড। ১৩তম বাছাই ওজনিয়াস্কিকে হারিয়েছেন এলিনা ভেসনিনা। রাশিয়ার ভেসনিনা এদিন ৭-৫, ৫-৭ এবং ৬-৩ গেমে পরাজিত করেন ড্যানিশ টেনিস তারকাকে। ভেসনিনা এর আগে দ্বিতীয় বাছাই সিমোনা হ্যালেপকেও হারিয়েছেন। যে কারণে পরবর্তী রাউন্ডেও চমক দেখানোর অপেক্ষায় আছেন তিনি।
×