ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিতুমীরে ছাত্রদের মারধর করেছে ছাত্রলীগ

প্রকাশিত: ০৪:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

তিতুমীরে ছাত্রদের  মারধর করেছে ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তিতুমীর কলেজের আবাসিক হলে প্রবেশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী ছাত্রদের মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রায় দশজন আহত হয়েছে। এদের মধ্যে ৫জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপরে কলেজের আক্কাছুর রহমান আঁখি হলে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে, ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র গোলাম কিবরিয়া (২২), ইতিহাস দ্বিতীয় বর্ষের আব্দুস মোতালেব (২১), বাংলা তৃতীয় বর্ষের শাহ আলম (২১), বাংলা দ্বিতীয় বর্ষের মোঃ আসিফ (২০) ও মার্কেটিং দ্বিতীয় বর্ষের মোঃ আয়নাল (২০)। আহত শিক্ষার্থীদের অভিযোগ, কলেজে বর্ধিত বেতন ও ফি আদায় বন্ধের দাবিতে কয়েক দিন ধরে তারা আন্দোলন করছে। তবে ছাত্রলীগের নেতাকর্মীরা এর বিরোধিতা করছে। দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাসে ঢুকে আন্দোলনকারী ছাত্রদের মারধর করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা আরও জানায়, তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মিরাজুল ইসলাম, বহিষ্কৃত নেতা মানিক, অপু, সানি, দিদারসহ কয়েক নেতাকর্মী ছাত্রাবাসের বিভিন্ন কক্ষের দরজা আটকিয়ে শিক্ষার্থীদের বেধড়ক পেটায়। পরে সহপাঠীরা উদ্ধার করে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
×