ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আসামি বা অপরাধী না হলে চাকরিতে কোন বাধা নেই ॥ আইজিপি

প্রকাশিত: ০৪:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

আসামি বা অপরাধী না হলে চাকরিতে  কোন বাধা নেই ॥ আইজিপি

স্টাফ রিপোর্টার ॥ যাদের বিরুদ্ধে মামলা আছে; যারা নাশকতার সঙ্গে জড়িত তাদের চাকরির ক্ষেত্রে ভালভাবে পুলিশী ভেরিফিকেশনের (পুলিশী যাচাই প্রতিবেদন) ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে ‘ট্রান্সন্যাশনাল ক্রাইম : সার্ক পার্সপেক্টিভ’ শীর্ষক আন্তর্জাতিক কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আইজি বলেন, কে বিএনপি, কে জামায়াত-শিবিরের সঙ্গে যুক্ত তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে কেউ নাশকতার সঙ্গে জড়িত কি-না? মামলার আসামি কিংবা অপরাধী না হলে চাকরিতে কোন বাধা নেই। তিনি জানান, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যাদের বিরুদ্ধে মামলা আছে, নাশকতার সঙ্গে জড়িত, তাদের চাকরির ক্ষেত্রে ভালভাবে পুলিশী ভেরিফিকেশন করতে হবে। ট্রান্সন্যাশনাল ক্রাইমে বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা দু’জন করে মোট ছয়জন। বাংলাদেশ থেকে ১১ জনসহ মোট ১৭ পুলিশ কর্মকর্তা এতে অংশ নেন। শহীদুল হক বলেন, সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাস দুটি ভিন্নমাত্রিক বিষয়। সংঘবদ্ধ অপরাধ অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তবে সন্ত্রাসবাদ বহুমাত্রিক আঞ্চলিক অপরাধ দ্বারা প্রভাবিত। আধুনিক বিশ্বায়নের যুগে অপরাধীরা গোটা বিশ্বকে তাদের চারণভূমি হিসেবে বিবেচনা করে। যে কারণে আন্তর্জাতিক অপরাধী চক্র ভৌগোলিক সীমারেখাকে অতিক্রম করে সক্রিয় থাকে।
×