ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিইউতে ভাষা শহীদ দিবস পালন

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

টুকরো খবর

বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলেচানা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিভার্সিটি মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ও বিশিষ্ট নগর ও পরিকল্পনাবিদ প্রফেসর ড. গোলাম রহমান। আরও উপস্থিত ছিলেন- ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জিনিয়ার এমএ গোলাম দস্তগীর, কোষাধ্যক্ষ কামরুল হাসান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ইমামউদ্দিন, বিজনেস অনুষদের ডিন প্রফেসর আশরাফউদ্দিন চৌধুরী প্রমুখ। Ñবিজ্ঞপ্তি প্রাইম এশিয়া ভার্সিটিতে নবীনবরণ শুক্রবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এ্যান্ড কলেজ মাঠে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ১৬১ ব্যাচের স্প্রিং সেমিস্টারের ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এমএ খালেক। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন, প্রফেসর ড. এএইচএম হাবিবুর রহমান, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর শেখ হাসানুজ্জামান এবং স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন প্রফেসর ড. এজেএম ওমর ফারুক। Ñবিজ্ঞপ্তি বগুড়ায় আজ শিশুদের বইমেলা সমুদ্র হক, বগুড়া অফিস ॥ শেষের বেলায় জমে উঠেছে বগুড়ার বই মেলা। আজ (শুক্রবার) এই মেলা শুধু শিশুদের জন্য ঘোষণা করেছে আয়োজক সম্মিলিত সাংস্কৃতিক জোট। জোট সভাপতি তৌফিক হাসান ময়না বলেছেন, প্রজন্মের শিশুদের আগামী দিনের উপযোগী করে সৃষ্টিশীল মেধায় গড়ে তোলার লক্ষ্যে একদিনের জন্য মেলা শিশুদের উৎসর্গ করা হয়েছে। কবি ও সাহিত্যিক বজলুল করিম বাহার বলেন, বর্তমানের শিশুরা পাঠ্যবইয়ের বাইরে আর কিছু পড়তে চায় না। সাহিত্যসহ সকল বিষয়ে পাঠের আগ্রহ বাড়াতে বইমেলা শিশুদের অগ্রাধিকার দেয়া দরকার। আজকের শিশু বইমেলায় গীতিচর্চা সঙ্গীতালয় প্লে নার্সারি ও প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের বর্ণমালা লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিষ্ঠানের পরিচালক তাপসী দে বললেন বর্ণমালা লেখার মধ্যেই শিশু সৃষ্টিশীলতা ও সৌন্দর্যবোধের বিকাশ ঘটে। বগুড়া শহরের নওয়াববাড়ী সড়ক ও ফুল বেচাকেনার হাটের ধারে ৬১টি স্টল নিয়ে দশ দিনের বইমেলায় প্রতিদিন বইয়ের পাঠক ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় বাড়ছে। আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের জন্মবার্ষিকী নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৫ ফেব্রুয়ারি ॥ ২৬ ফেব্রুয়ারি শুক্রবার। বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৮০তম জন্মবার্ষিকী। নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমানে নূর মোহাম্মদনগর)। বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা। বাল্যকালেই তিনি বাবা-মাকে হারান। লেখাপড়া করেছেন সপ্তম শ্রেণী পর্যন্ত। তার জন্মবার্ষিকী উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট দিনব্যাপী নানা কর্মসূচী পালন করছে। ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর, বর্তমানে ‘বর্ডার গার্ড অব বাংলাদেশ’-বিজিবি) যোগদান করেন। ড্যাফোডিল ভার্সিটিতে থ্যালাসেমিয়া প্রতিরোধে প্রচার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধ এবং এর বাহক নির্ণয়’ শীর্ষক এক প্রচার মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট লাউঞ্জে অনুষ্ঠিত হয়। থ্যালাসেমিয়া সচেতনতা, প্রতিরোধ এবং চিকিৎসা সহায়তা নামক প্রকল্পের আওতায়, বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের উদ্যোগে এ প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমে সহযোগী হিসেবে কাজ করে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভলান্টিয়ারি সার্ভিস ক্লাব (ডিআইউভিএসসি)। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর (সাসটেইনেবল ফিন্যান্স ডিপার্টমেন্ট) মিস তানিয়া রোকসানা ও এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (সাসটেইনেবল ফিন্যান্স ডিপার্টমেন্ট) জুয়েল মজুমদার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (স্টুডেন্ট এ্যাফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান, ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মাহবুব পারভেজ এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির চীফ অপারেটিং অফিসার ড. একেএম একরামুল হোসেন। Ñবিজ্ঞপ্তি মাহফুজ আনামের বিরুদ্ধে পাবনায় সমন নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৫ ফেব্রুয়ারি ॥ ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে আগামী ২৪ মার্চ সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়ে সমন জারি করেছে আদালত। পাবনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বৃহস্পতিবার এ আদেশ দিয়েছেন। পাবনা আমলী আদালত-১’র পেসকার দেলোয়ার হোসেন জানিয়েছেন, ১/১১-এর সময় দি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা সংবাদ পরিবেশন করার প্রতিবাদে গত ১৬ তারিখে পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল বাদী হয়ে আদালতে একটি মানহানির মামলা করেন। টুকরো খবর অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে। আটককৃতরা হলো যশোর সদর উপজেলার মুন্সি বাগডাঙ্গা গ্রামের গোলাম সরদারের ছেলে শাহিনুর রহমান (৩০), কুমার বাগডাঙ্গা গ্রামের মৃত নেছার আলী গাজীর ছেলে আলম হোসেন (২৭) এবং একই গ্রামের মৃত সাত্তার চাকলাদারের ছেলে সবুজ হোসেন (২৭)। বৃহস্পতিবার ভোরে মুন্সি বাগডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি রিভলবার, ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এদিকে আটক আলম হোসেনের স্ত্রী তহমিনা বেগম দাবি করেছেন, আলম কৃষি কাজ করে। সে সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী না। শাহিনুরের কথামতো পুলিশ আলমকে আটক করেছে। পোস্টাল কর্মচারীদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ২৯ ফেব্রুয়ারির মধ্যে বেতন বৃদ্ধি না করলে ১৪ মার্চ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে যশোর জেলা পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন। বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ শেষে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ হুমকি দিয়েছেন। সংবাদ সম্মেলন ও মানববন্ধনে যশোর জেলা পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, মাগুরা জেলা শাখার সভাপতি জহুরুল ইসলাম, নড়াইল জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক পবিত্র কু-ুসহ বিভিন্ন জেলার কর্মচারীরা উপস্থিত ছিলেন। রাবিতে দুই শিবির কর্মী আটক রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ্ মখদুম হল থেকে দুই শিবির কর্মীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান তাদের পুলিশে সোপর্দ করেন। আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের (সংস্কৃত) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল আউয়াল এবং পরিসংখান বিভাগের তৃতীয় বর্ষের আবু রায়হান। তারা দু’জনই ওই হলের ২০২ নম্বর কক্ষে থাকতেন। এর মধ্যে রবিউল আউয়ালের ফেসবুক আইডি থেকে শিবিরের বিভিন্ন তথ্য পাওয়া যায়। হল ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিউল আউয়াল অবৈধভাবে শাহ্ মখদুম হলের ২০২ নম্বর কক্ষে থাকতেন। ছাত্রলীগের মানববন্ধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহানগর ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল এবং ছাত্রীগের সাধারণ সম্পাদক অসীম দেয়ানের বাসায় হামলার ঘটনায় মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মহানগর তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হল সড়কের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বালু উত্তোলন সরঞ্জাম জব্দ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৫ ফেব্রুয়ারি ॥ সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের নলডাঙ্গা ব্রিজ সংলগ্নস্থান থেকে বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালুকদার। বৃহস্পতিবার দুপুরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনের ড্রেজার মেশিন, পাইপ ও উত্তোলনকৃত লক্ষাধিক টাকার বালু জব্দ করেন। আদিবাসীদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২৫ ফেব্রুয়ারি ॥ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের প্রেস ক্লাবের সামনে মারমা স্টুডেন্ট কাউন্সিল, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, ম্রো ছাত্র সংগঠনসহ আদিবাসীদের কয়েকটি সামাজিক ও ছাত্র সংগঠন যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন, মারমা স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক উ শৈনু মারমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি সুখেন্দু ত্রিপুরা প্রমুখ। মানববন্ধনে ছাত্র সংগঠনের নেতারা অভিযোগ করেন, গত ২১শে ফেব্রুয়ারি খাগড়াছড়ি মাটিরাঙ্গায় হামলা চালিয়ে কয়েকজনকে আহত করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে একজন। চট্টগ্রাম কর আইনজীবী সমিতি জয়নাল সভাপতি বেলাল সম্পাদক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে কেএম জয়নাল আবেদীন সভাপতি ও এনকে বেলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যরা হলেনÑ সহ-সভাপতি কেএস আব্বাসী, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মঞ্জুর কাদের চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রতন চন্দ্র শর্মা, লাইব্রেরি ও ম্যাগাজিন সম্পাদক সৈয়দ ইফতেখার উদ্দিন রাসেল ও সমাজকল্যাণ সম্পাদক ইব্রাহমী মুহাম্মদ খলিলুর রহমান সাগর। নির্বাহী সদস্যÑ বাকি উল্লাহ চৌধুরী ইরান, মুহাম্মদ ইমাম উদ্দিন, এআরএম সাইফুল বারী, রেজাউল করিম, মুহাম্মদ লেয়াকত হোসনে চৌধুরী এফসিএ, অরূপ দত্ত ও চৌধুরী হাসান মাহমুদ। নরওয়ের স্যান্ডসিটির মেয়রকে সংবর্ধনা দিল রাসিক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নরওয়ের খ্রিস্টিয়ান স্যান্ডসিটির মেয়র হেরাল্ড ফুরেকে সংবর্ধনা দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার সকালে নরওয়ের মেয়রের নেতৃত্বে সে দেশের একটি প্রতিনিধিদল নগরভবনে পৌঁছলে রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম তাদের স্বাগত জানান। পরে শিশুরা নেচে গেয়ে তাদের সংবর্ধনা জানায়। পরে নগরভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম। তিনি বরেন্দ্র সভ্যতা সমৃদ্ধ রাজশাহী মহানগরী সফরে আসায় নরওয়ে প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ এই নগরীতে বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তিনি একাত্তরে মহান মুক্তিযুদ্ধকালীন নরওয়ের সাংবাদিক অডভার মুনক্সগার্ড রাজশাহীতে অবস্থান করে পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরতার চিত্র নরওয়ের পত্রিকায় তুলে ধরেন এবং বিশ্ববাসী তা অবহিত হনÑ এ বিষয়টি তুলে ধরেন। প্রতিবাদ গত ২৪ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠের ১৫ পৃষ্ঠায় যশোরে ধর্ষক বিএনপি নেতা মনোনয়ন কিনলো আওয়ামী লীগ থেকে’ শিরোনামে পরিবেশিত খবরের প্রতিবাদ করেছেন নড়াইল জেলার তুলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান। প্রতিবাদলিপিতে তিনি বলেন, পরিবেশিত খবরটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে তিনি খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে দুই দফায় পাঁচটি দেশ ভ্রমণ করেছেন এবং তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান। নিজেও আওয়ামী রাজনীতি করেন।
×