ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অপহরণকারী গুলিবিদ্ধ

আরও সংবাদ

প্রকাশিত: ০৪:২৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

আরও সংবাদ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের সঙ্গে সংঘর্ষে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, তিনি অপহরণকারী চক্রের সদস্য। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার গাংনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধের নাম সাদ্দাম হেসেন (২৫)। তিনি যশোর জেলার শার্শা উপজেলার কাজিরবিল গ্রামের রবিউল ইসলামের ছেলে। গোয়েন্দা পুলিশ জানায়, গত দুই ফেব্রুয়ারি সকালে ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ব্যবসায়ী আব্দুস সেলিম অপহৃত হন। এ ঘটনায় যশোরের শার্শা উপজেলার কাজিরবিল থেকে মঙ্গলবার গভীর রাতে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয় এবং সেখান থেকে আটক করা হয় চার অপহরণকারীকে। মহেশপুরে সংঘর্ষ নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, মহেশপুরে হাটবাজারের টেন্ডার জমা দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সে সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোরাপাড়া পশুহাটের টেন্ডার জমা দেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে মহেশপুর উপজেলা ডাকবাংলোর সামনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে এ ঘটনা ঘটে। মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, বৃহস্পতিবার মহেশপুর উপজেলার ২৭টি হাটবাজারের টেন্ডার দাখিলের শেষদিন ছিল। কোরাপাড়া পশুহাটের টেন্ডার ক্রয় ও দাখিল করা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা লাল শেখ ও আমিনুর রহমান মেম্বরের লোকজনের মধ্যে টেন্ডার জমা দেয়া না দেয়া নিয়ে বাকবিত-া হয়। একপর্যায়ে দুই নেতার লোকজনের মধ্যে প্রথমে ডাকবাংলোর সামনে, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় ২-৩ জন আহত হতে পারে। দু’গ্রুপের লোকজনই আওয়ামী লীগের বলে তিনি জানান। গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ার ভবেরচর এলাকার ফিদা সিএনজি ফিলিং স্টেশনে অবৈধ গ্যাস সরবারহ বন্ধ করে দিয়েছে তিতাসের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম কবিরের উপস্থিতিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। বাসের ধাক্কায় মুক্তিযোদ্ধা ও শিক্ষিকা নিহত ॥ আহত ৩ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি ॥ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিক্সা যাত্রী মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুক (৫৫) ও বানিয়াচঙ্গ বিএসডি মহিলা মাদ্রাসার শিক্ষিকা রেখা আক্তার (৩০) নিহত এবং আহত হয়েছে কমপক্ষে ৩ জন। গুরুতর আহত এদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মুক্তিযোদ্ধা ফারুক হবিগঞ্জ সদর উপজেলাধীন জালালাবাদ গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে এবং রেখা একই জেলার বানিয়াচঙ্গ উপজেলাধীন ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কুতুবখানী গ্রামের বাসিন্দা ফরিদ মিয়ার মেয়ে। ফরিদপুরে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ফরিদপুরে থ্রি হুইলার মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে এক বৃদ্ধযাত্রী নিহত ও অপর দুই যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের মতিয়ারের কুম এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম বছরুদ্দি মোল্লা (৬০)। পার্বতীপুরে শিশু নিজস্ব সংবাদদাতা পার্বতীপুর থেকে জানান, বড় পুকুরিয়া কয়লা খনি সংলগ্ন রাস্তায় ট্রাকের ধাক্কায় রিক্সা ভ্যানের আরোহী শিশু রুাবাইয়া আক্তার (৬) নিহত হয়েছে। তার মা গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৮ টায়। নিহত শিশুর পিতা মোঃ রমজান আলী বড় পুকুরিয়া কয়লা খনির নিরাপত্তা কর্মী। চট্টগ্রামে ইয়াবাসহ মা-মেয়ে ও জামাতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বায়েজিদ থানার অক্সিজেন কয়লাঘর এলাকার একটি বাড়ি থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই বাসা থেকে উদ্ধার করা হয়েছে মাদক বিক্রির নগদ সাড়ে ৬ লাখ টাকা। বুধবার গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়। বায়েজিদ থানার ওসি মহসিন জানান, যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন দেবব্রত চক্রবর্তী (৫০), তার স্ত্রী সুমি আচার্য (৩০) ও শাশুড়ি গীতা আচার্য (৬১)। দেবব্রতের বাড়ি ফটিকছড়ি উপজেলার পূর্ব ফরহাদাবাদ গ্রামে। পরিবারটি কয়লাঘর এলাকায় জানে আলম ভবন নামের একটি বাড়ির নিচতলায় বসবাস করত। মাদকদ্রব্যের বিক্রির সঙ্গে তাদের সংশ্লিষ্ট থাকার তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়। চট্টগ্রামে অধ্যক্ষসহ ৪ জনের বিরুদ্ধে মামলা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে নামিয়ে ফেলার অভিযোগে এক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের এক নেতা। বুধবার রাতে সিএমপির পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের হয়। পাঁচলাইশ থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির দায়ের করা এ মামলায় আসামি করা হয় মুরাদপুরে অবস্থিত শ্যামলী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আশুতোষ কুমার নাথ, শিক্ষক সুদর্শন, বন্ধন শীল ও মোঃ দিদারকে। তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের সামনে থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে নামিয়ে ফেলার অভিযোগ আনা হয়। মামলায় আনীত অভিযোগে জানানো হয়, শ্যামলী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের সামনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিযুক্ত ব্যানার লাগিয়েছিল ছাত্রলীগ। কিন্তু কলেজ কর্তৃপক্ষ সে ব্যানার নামিয়ে ফেলে। মুক্তিযোদ্ধাদের চেক প্রদান নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৫ ফেব্রুয়ারি ॥ সাদুল্যাপুর উপজেলার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস, মুক্তিযোদ্ধা কমান্ডার মেছের উদ্দিন সরকার, ডেপুটি কমান্ডার ছামছুল হুদা হিরু, দেলোয়ার হোসেন সরকার প্রমুখ। বোদায় সাত পরিবারের ১৫ ঘর পুড়ে ছাই স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ বোদায় অগ্নিকা-ে সাত পরিবারের ১৫ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত ১১টায় বোদা পৌর এলাকার থানার ডাঙ্গা বস্তিতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকা-ে ঘরের আসবাপত্র, নগদ টাকা, ধান-চালসহ ব্যাপক ক্ষতি হয়েছে। খবর পেয়ে বোদা ও পঞ্চগড়ের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঠাকুরগাঁও পৌর মেয়রের বিরুদ্ধে মামলা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৫ ফেব্রুয়ারি ॥ হলফনামায় তথ্য গোপন ও অসত্য তথ্য দেয়ার অভিযোগে ঠাকুরগাঁও পৌরসভার নবনির্বাচিত মেয়র জেলা বিএনপির সহ-সভাপতি মির্জা ফয়সল আমীনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার পরাজিত মেয়র প্রার্থী আওয়ামী লীগের তহমিনা আখতার মোল্লা নির্বাচন ট্রাইব্যুনালে এ মামলা করেছেন। মামলায় অপর দুই মেয়র প্রার্থী, জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ফ ম ফজলে রাব্বীকে আসামি করা হয়েছে। জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, মামলার কথা শুনেছি। আদালত থেকে নথি এলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এ বিষয়ে মির্জা ফয়সল আমীন বলেন, নির্বাচনে হেরে উদ্দেশ্যমূলক মামলা করা হয়েছে। মামলায় যেসব অভিযোগ করা হয়েছে, তা আমি সংবাদ সম্মেলন ডেকে ব্যাখ্যা দেব। জানা যায়, নিশ্চিন্তপুর এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা ফয়সল আমীন কোম্পানির ১ লাখ শেয়ারের মধ্যে ৪০ হাজার শেয়ারের মালিক। কিন্তু হলফনামা ও মনোনয়নপত্রে তিনি বিষয়টি উল্লেখ করেননি। তিনি ওই প্রতিষ্ঠানের নামে জনতা ব্যাংক থেকে ২০১০ সালের ২৯ আগস্ট ২২ কোটি টাকা ঋণ নেন। কিস্তি পরিশোধ না করায় ২০১৪ সালের ফেব্রুয়ারিতে জনতা ব্যাংক ফয়সল আমীনকে ঋণখেলাপির তালিকায় অন্তর্ভুক্ত করে। এ বিষয়ে ফয়সল আমীন হাইকোর্টে রিট করেন। সে সময় ব্যাংক কর্তৃপক্ষ এফিডেভিটের মাধ্যমে জানায়, ফয়সল আমীন কোন ঋণ পরিশোধ করেননি। ব্যাংকিং আইন অনুযায়ী তিনি একজন ঋণখেলাপি। মনোনয়নপত্র দাখিলের সময় পর্যন্ত সেই ঋণের পরিমাণ ৪২ কোটি ৪৬ লাখ টাকা হওয়ার কথা। কিন্তু ফয়সল হলফনামায় ঋণ দেখিয়েছেন ২২ কোটি ৮৯ লাখ ৫৫ হাজার ৮৮৬ টাকা।
×