ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রলারডুবিতে নিহত ৬ শ্রমিকের বাড়িতে শোক

প্রকাশিত: ০৪:২৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

ট্রলারডুবিতে নিহত ৬ শ্রমিকের বাড়িতে  শোক

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলারডুবিতে নিহতদের মধ্যে ছয়জনের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। এরা সবাই মাটিকাটা শ্রমিক। নিহতদের চারজনের বাড়ি উল্লাপাড়া উপজেলার গারেশ্বর গ্রামে। এদের দু’জন রয়েছেন সহোদর এবং অপর দু’জনের বাড়ি পার্শ¦বর্তী ফাজিলনগর গ্রামে। বৃহস্পতিবার সকালে ছয় ব্যক্তির মরদেহ গ্রামে পৌঁছার পর গ্রাম ও এলাকাবাসীর মাঝে এক হৃদয়বিদায়ক দৃশ্যের অবতারণা হয়। শোকাহত ওই ছয় পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের বুকফাটা আর্তনাদে ওই এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এরই মধ্যে নিহত প্রত্যেক পরিবারকে দাফনের জন্য ২০ হাজার টাকা করে অনুদান দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ওই ছয় পরিবার হতদরিদ্র ও ভূমিহীন। নিহতরা প্রত্যেকেই ছিলেন তাদের পরিবারের একেকজন উপার্জনক্ষম ব্যক্তি। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের গারেশ্বর গ্রামের আজিজুল হকের ছেলে শাহিন (২৮) দুই সন্তানের পিতা। বাবা-মা, স্ত্রী রাশিদা খাতুন এবং পাঁচ বছরের মেয়ে মিম ও তিন বছরের ছেলে রাব্বীকে নিয়ে তাদের ছিল একটি সাজানো সংসার। শাহিনের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার। পাগলপ্রায় স্ত্রী রাশিদা জানান, ঘটনার দিন বুধবার ফোনে ছেলেমেয়ের কী কী লাগবে তা তিনি জেনেছিলেন। ছেলেমেয়ের জন্য কেনাকাটার কথাও বলেছিলেন শাহিন। কিন্তু তার আর কেনাকাটা করে বাড়িতে ফেরা হয়নি। লাশ হয়ে ফিরেছে। হতবাক করে দিয়েছে পুরো পরিবার ও গ্রামবাসীকে। নিহত শাহিনের বাবা জানান, তার পরিবারের ভরণ-পোষণের জন্য কর্মক্ষম কোন ব্যক্তি আর অবশিষ্ট নেই। একই গ্রামের শহিদের ছেলে শরীফুল ইসলাম (১৮) ওই পরিবারের একমাত্র সন্তান। তার মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি। বুকফাটা আর্তনাদে মা সালেকা খাতুন বার বার মূর্ছা যাচ্ছেন। বাবা শহিদের সজ্ঞাহীন দেহ ধরে আছেন প্রতিবেশীরা। গ্রামের আত্মীয়স্বজন শোকাহত পারিবারের সদস্যদের সামলাতে হিমশিম খাচ্ছেন। গারেশ্বর গ্রামের মন্তাজ আলীর ছেলে নিহত নেজাব (৩৬) ও সুজাব (৩২)। দুই সহোদরের মৃত্যুতে পাথর হয়ে গেছেন বাবা মন্তাজ আলী। ভূমিহীন ওই পরিবারের নেজাবের স্ত্রী কদভানু ও তিন ছেলে কবির (৭), করিম (৯), নবীর (৫) নিয়ে তাদের পরিবার। ও-ই একমাত্র কর্মক্ষম ব্যক্তি। বাবাকে হারিয়ে তারা দিশাহারা।
×