ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুর-পার্বতীপুর সড়কে যান চলাচলে দুর্ভোগ

প্রকাশিত: ০৪:২৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

 দিনাজপুর-পার্বতীপুর সড়কে যান চলাচলে দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর-পার্বতীপুর সড়কের দু’ধার প্রশস্ত না হওয়ায় এবং রাস্তা ভেঙ্গে গর্ত সৃষ্টি হয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। প্রায় প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। জেলা শহর থেকে পার্বতীপুর উপজেলার দূরত্ব ২৯ কিলোমিটার। মাঝপথে রয়েছে চিরিরবন্দর উপজেলা। এ দুই উপজেলাসহ দিনাজপুর শহরকে বিভাগীয় শহর রংপুরের সঙ্গে সরাসরি সংযুক্ত করেছে এই সড়ক। গুরুত্বপূর্ণ এ সড়ক পথে প্রতিদিন শতশত যানবাহন চলাচল করে। গত ৫-৭ বছরে এ সড়কের দু’পাশে গড়ে উঠেছে অনেকগুলো ব্যবসা কেন্দ্র। পার্বতীপুর উপজেলার যশাই মোড়, ভবেরবাজার, বানিয়াপাড়ার মোড় ও রাজাবাসর ল্যাম্ব হাসপাতাল এবং চিরিরবন্দর উপজেলার ভোলানাথপুর গার্মেন্টস মোড়, ঘুঘুরাতলী, বেলতলী ও কারেন্ট হাট এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান, দৈনন্দিন বাজার, স্কুল-কলেজ, হাসপাতাল, গুদাম ঘর ও ছোটবড় শিল্প কারখানাসহ স্থায়ী অবকাঠামো গড়ে উঠেছে। পার্বতীপুরের মন্মথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ আলী শাহ বলেন, সড়কের দু’ধারে রাস্তা প্রশস্ত না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন। এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক বলেন, দিনাজপুর জেলা সমন্বয় কমিটির সভায় বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে। আশাকরি, এ বছরের মধ্যে এ সমস্যার সমাধান হবে। পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুল রহমান বলেন, পার্বতীপুর-দিনাজপুর সড়কের পথচারী ও যানবাহন চলাচলের দুর্ভোগ দূর করতে ইতিমধ্যে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগকে জানানো হয়েছে। দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সুরুজ মিয়া জানান, একনেকে বিল পাস হলে আগামী বছরের জুন মাসে কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারি যানবাহন চলাচল বন্ধ ২০১৫ সালের ৩ জুলাই দিনাজপুরের ছোট যমুনা নদীর উপর নির্মিত ৪৬ মিটার দীর্ঘ সড়ক সেতুর দুটি গার্ডার ভেঙ্গে পড়ার উপক্রম হয়। ফলে তখন থেকেই এই সড়কে বাস-ট্রাকসহ সকল ভারি যানবাহন চলাচল বন্ধ থাকে। সেতু পারাপার বন্ধ থাকায় পরিবহন মালিক, শ্রমিক, সাধারণ ব্যবসায়ী ও যাত্রীরা মারাত্মক অসুবিধার মধ্যে পড়েছেন।
×