ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডাক্তারের অবহেলায় ইউপি সদস্যের মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ০৪:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

ডাক্তারের অবহেলায় ইউপি সদস্যের মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ চিকিৎসকের অবহেলায় ইউপি সদস্যের মৃত্যুর অভিযোগে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তা-ব চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। নিহতের স্বজনরা হাসপাতাল ভবনের বিভিন্ন কক্ষের দরজা-জানালাসহ জরুরী বিভাগের সরঞ্জাম ভাংচুর করে। এ ঘটনার খবর পেয়ে ইউএনও কাজী আবেদা গুলশান ঘটনাস্থলে পৌঁছলে নিহতের স্বজনরা তাকে অবরুদ্ধ করে রাখে। বৃহস্পতিবার সকাল এগারোটায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত হাজ্জাজুল আলম প্রামাণিক দামোদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তার বাড়ি ওই ইউনিয়নের হাটখোলাপাড়ায়। জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ওই মেম্বারকে হাসপাতালে নেয়া হয়। তখনও দায়িত্বরত চিকিৎসক তৌফিক আহমেদ হাসপাতালে আসেননি। এদিকে হাজ্জাজুল মেম্বারের অবস্থা খারাপের দিকে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেন উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। এ অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রোগীর স্বজনসহ শত শত মানুষ। তারা চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে উত্তেজিত হয়ে হাসপাতালে প্রধান ফটকসহ বিভিন্ন কক্ষ ভাংচুর শুরু করে।
×