ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেপালে ফের ভূমিকম্প

প্রকাশিত: ০৪:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

নেপালে ফের ভূমিকম্প

নেপালে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার দেশটির কোদারি এলাকা কেঁপে ওঠে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসি) জানিয়েছে এদিনের ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৭। তবে নেপালের জাতীয় ভূকম্পনকেন্দ্র জানিয়েছে, এর তীব্রতা ছিল ৪.৯। ইউএসজিসির তথ্যমতে, বুধবার বেলা ৩টা ২২ মিনিটে কেঁপে ওঠে নেপালের কোদারি অঞ্চল। ভারতের উত্তরাঞ্চলেও সামান্য কম্পন অনুভূত হয়। ২০১৫ সালের ২৫ এপ্রিল তীব্র ভূমিকম্পে তছনছ হয় নেপালের রাজধানী কাঠমা-ু ও আশপাশের অঞ্চল। খবর এএফপির।
×