ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তির কোন সহজ পথ নেই ॥ সঞ্জয় দত্ত

প্রকাশিত: ০৪:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

মুক্তির কোন সহজ পথ নেই ॥  সঞ্জয় দত্ত

মহারাষ্ট্রের পুনের ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগারে ৪২ মাস কাটানোর পর বৃহস্পতিবার সকালে মুক্ত জীবনে পা রেখেছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। মাথা নিচু করে কারাগার থেকে বের হয়ে তিনি উপস্থিত ভক্তদের উদ্দেশে হাত তুলে নমস্কার জানান। এরপর কারাগারের সামনে মাটিকে প্রণাম করেন। তারপর কারাগারের সামনে জাতীয় পতাকাকে স্যালুট করে পিঠে একটি ব্যাগ আর হাতে একটি মোটা ফাইল নিয়ে বেরিয়ে যান। খবর হিন্দুস্তান টাইমস ও ওয়েবসাইটের। ভিড় এড়াতে সঞ্জয় চার্টার বিমানে করে মুম্বাইতে তার বাড়িতে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিল স্ত্রী মান্যতা ও দুই সন্তান আর কারাগারে উপার্জন করা ৪৪০ রুপী। মুম্বাই বিমানবন্দরে তাকে ভক্তরা শুভেচ্ছা জানান। এরপর সেখানে থেকে তিনি সিদ্ধিদাতা বিনায়ক মন্দির ও তার মা নার্গিসের সমাধিতে যান। এদিকে সঞ্জয়কে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য সালমান খান বিমানবন্দরে তার চার দেহরক্ষীকে পাঠান। কারাগার থেকে বের হয়ে সঞ্জয় বলেন, মুক্তি পাওয়ার কোন সহজ পথ নেই বন্ধু। আত্মীয় ও বন্ধুদের ভালবাসাতেই আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। বলিউডের প্রখ্যাত তারকা সুনীল দত্ত ও নার্গিসের পুত্র তিনি। ১৯৯৩ সালের মুম্বাইয়ের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় জড়িয়ে পড়ে তিনি কারাভোগ করেছেন প্রায় পাঁচ বছর। মাঝে অবশ্য তিনি কয়েকবার প্যারোলে মুক্তি পান। তিনি বৃহস্পতিবার সকাল ৮টা ৩৭ মিনিটে ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। মুম্বাই পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (কারাগার) ভূষণ উপাধ্যায় বলেছেন, কারাগারে কারাভোগের সময় সদাচরণের জন্য প্রতি মাসে তার কারাদণ্ডের মেয়াদ আট দিন করে মোট ২৫৬ দিন কমিয়ে দেয়া হয়েছে। কারাভোগের সময় কারাগারে কাগজের ব্যাগ বানিয়ে তিনি উপার্জন করেন ৪৪০ রুপী। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণ মামলায় অভিযুক্ত হন তিনি। তার কাছ থেকে একটি বেআইনী ৫৭ অ্যাসল্ট রাইফেল ও নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। ২০০৭ সালে বিচারে তার ছয় বছরের সশ্রম কারাদণ্ড হয়। পরে সুপ্রীমকোর্টে আপীলের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে তার কারাদণ্ডের মেয়াদ কমিয়ে পাঁচ বছর করেন সুপ্রীমকোর্ট। এর মধ্যে তিনি ১৮ মাস কারাদণ্ড ভোগ করেন আগেই। তবে সঞ্জয়ের মুক্তি নিয়েও বিক্ষোভ ও বিতর্ক শুরু হয়েছে দেশটির নানা মহলে। তার বার বার প্যারোলে মুক্তি পাওয়া নিয়ে এর আগেই সরব হয়েছিলেন ভারতের একাধিক বুদ্ধিজীবী মানুষ। কারণ ২০১৩ সালের মে থেকে ২০১৪ সাল পর্যন্ত ১১৮ দিন তিনি প্যারোলে জেলের বাইরেই কাটিয়েছেন। সঞ্জয়ের ছাড়া পাওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার জেলের বাইরে বিক্ষোভ দেখান কিছু লোক। মেয়াদ শেষ হওয়ার আগে সঞ্জয়ের মুক্তির বিরুদ্ধে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। তবে অল্প সময়ের মধ্যেই বিক্ষোভকারীদের ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।
×