ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লিন্ডে বিডির আরও ১১০ শতাংশ নগদ লভ্যাংশ

প্রকাশিত: ০৪:০১, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

লিন্ডে বিডির আরও ১১০ শতাংশ নগদ লভ্যাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ (বিডি) শেয়ারহোল্ডারদের জন্য আরও ১১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর ফলে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির মোট লভ্যাংশের পরিমাণ ৩১০ শতাংশে গিয়ে দাঁড়াল। এর আগে কোম্পানিটি ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল এবং ঘোষিত এ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণও করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য চূড়ান্ত হিসাবে ১১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করা হয়। লিন্ডে বিডির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। তবে এজিএম অনুষ্ঠানের তারিখ এবং ভেন্যু পরবর্তীতে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে। এজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মার্চ। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪২.৭৪ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১৮৩.০৪ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ৬৭.১৪ টাকা।
×